সস্ত্রীক তৃণমূল প্রার্থী সুজিত বসু সাড়ে ৬ কোটি টাকার মালিক, জেনে নিন তার সম্পত্তির হিসাব

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 12/04/2021   শেষ আপডেট: 12/04/2021 4:40 p.m.
-twitter

স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলিয়ে সুজিত বসুর মোট সম্পত্তির পরিমাণ ২ কোটি ৭৭ লাখ ৪৪ হাজার ৭৬৫ টাকা

একুশে বাংলা বিধানসভা নির্বাচন জোর কদমে চলছে বাংলায়। ইতিমধ্যেই চার দফা নির্বাচন সম্পন্ন হয়েছে এবং বাকি রয়েছে আরও চার দফা নির্বাচন। এবার বিধানসভা নির্বাচনে বিধাননগর বিধানসভা থেকে তৃণমূল প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন সুজিত বসু। সম্প্রতি তিনি তার নির্বাচনে মনোনয়নপত্র পেশ করেছেন এবং সেই সাথে সম্পত্তির হিসাব জানিয়ে একটি হলফনামা জমা দিয়েছেন। হলফনামা অনুযায়ী জানা গিয়েছে সুজিত বসুর হাতে নগদ হিসাবে ১ লাখ ৪৮ হাজার ১২ টাকা আছে। এছাড়া তার স্ত্রী স্বর্ণালীর কাছে আছে ১ লাখ ৪৯ টাকা। সুজিত বসুর নিজের অ্যাকাউন্ট আছে এসবিআই, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে। দুটি ব্যাঙ্কে তার স্থায়ী আমানত এবং সেভিংস অ্যাকাউন্ট মিলিয়ে মোট ৫১ লাখ ৮২ হাজার ১৩২ টাকা আছে। এছাড়া তার স্ত্রীয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৬ লাখ ৮২ হাজার ৩৫১ টাকা আছে।

এছাড়া শেয়ারবাজারে সুজিত বসুর বিনিয়োগ ১ লাখ ৭২ হাজার ৯২৫ টাকা। তার নামে জীবন বীমা রয়েছে ৫ লাখ ১১ হাজার ৭৮৯ টাকার। এছাড়া সুজিত বসু এবং তার স্ত্রীয়ের মিলিয়ে মোট ৩ টি গাড়ি আছে। সুজিত বসুর রয়েছে একটি টয়োটা ইনোভা ও একটি স্করপিও। ২০১৪ সালে তার প্রথম গাড়ির দাম ছিল ১৩ লাখ ৭৫ হাজার ৭৯০ টাকা। তার দ্বিতীয় গাড়িটি ২০১৯ সালে দাম ছিল ১৫ লাখ ৩ হাজার ১১১ টাকা। অন্যদিকে তার স্ত্রীয়ের আছে আছে একটি টাটা সাফারি যার দাম প্রায় ১২ লাখ ৭৩ হাজার টাকা। সুজিত বসুর কাছে সোনা রয়েছে ১৮০ গ্রাম এবং হিরে রয়েছে ৫০০ গ্রাম। তার সমস্ত মূল্যবান রত্ন মিলিয়ে মোট ৮ লাখ ৪ হাজার ১৪ টাকার সম্পত্তি রয়েছে। এছাড়া তার স্ত্রী এর কাছে ২১ লাখ ৪৫ হাজার ৩৬৩ টাকার মূল্যবান রত্ন আছে। হিসাব করে দেখা গেলে, সুজিত বসুর অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৪১ লাখ ৪৪ হাজার ৭৬৫ টাকা। অন্যদিকে তার স্ত্রীয়ের অস্থাবর সম্পত্তির পরিমাণ ৬০ লাখ ৬৩ হাজার টাকা। এছাড়া তাদের নামে লেকটাউনে একটি ৩০০ বর্গফুটের দোকান আছে যার বাজার মূল্য ৩ লাখ টাকা। এছাড়াও কোটি টাকা মূল্যের বেশ কয়েকটি ফ্ল্যাট আছে তাদের। স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলিয়ে সুজিত বসুর মোট সম্পত্তির পরিমাণ ২ কোটি ৭৭ লাখ ৪৪ হাজার ৭৬৫ টাকা। অন্যদিকে তার স্ত্রীয়ের মোট সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৮০ লাখ ৬৩ হাজার ২৫৬ টাকা।