অবশেষে পাওয়া গেল চাবি, বিজেপি নেত্রীকে সঙ্গে নিয়েই নিউটাউনের পার্লারে তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 21/02/2021   শেষ আপডেট: 21/02/2021 7:02 p.m.
পামেলা গোস্বামী ছবি সংগৃহীত

শুধু পামেলা নয়, ধৃত আরও দু’‌জনকে নিয়েই তল্লাশি চালায় পুলিশ

শুক্রবার নিউ আলিপুরে ১০০গ্রাম কোকেনের প্যাকেট সহ গ্রেফতার হন বিজেপির যুব নেত্রী পামেলা গোস্বামী। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, এই কোকেনের আনুমানিক মূল্য ছিল প্রায় ১০লক্ষ টাকা। এরপরেই শুরু হয় রাজনৈতিক তরজা। যদিও এই ইস্যুতে তৈরি হয় একাধিক বির্তক। এদিন রবিবার দুপুরে নিউটাউনের একটি মলের থার্ড ফ্লোরে পামেলার সালোঁয় তল্লাশি চালায় পুলিশ। গতকাল এই পার্লারে হাজিরা দিতে গেলে, মেলেনি চাবি। এরপরেই কার্যত এদিন পামেলাকে সঙ্গে নিয়েই তল্লাশি চালায় পুলিশ। তবে শুধু পামেলা নয়, এদিন ওই পার্লারে তল্লাশি চালাতে পুলিশ সঙ্গে নিয়ে গিয়েছে মাদক কাণ্ডে পামেলার সঙ্গে ধৃত আরও দু’‌জনকেও।

পুলিশের সন্দেহ, ভাড়া নেওয়া এই পার্লার থেকেই মাদকের লেনদেন চলতো। কাজেই, এই পার্লারের সমস্ত তথ্য খুঁটিয়ে দেখছে পুলিশ। চেক করা হচ্ছে সমস্ত সিসিটিভি ফুটেজ। জানা গিয়েছে, নিউটাউনের এই পার্লারে নিজের অধিকাংশ কাজ সারতেন পামেলা। উল্লেখ্য, মাদকসহ গ্রেফতার হওয়ার পর থেকেই বিজেপির নেতা রাকেশ সিং-এর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেছেন পামেলা। তিনি জানিয়েছিলেন, রাকেশ সিং তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন। এমনকি আলিপুর থানার ওসি অমিতশংকর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এনেছে অভিযুক্তা। অন্যদিকে, পামেলার বাবা জানিয়েছেন, তাঁর মেয়ে বিপথে যাচ্ছে। মাদকাসক্ত হয় পড়ছে, এই কথা আগেই লালবাজারে জানিয়েছেন তিনি।