তৃণমূলের হয়ে ভোটপ্রচার করতে বাংলায় আসছেন জয়া বচ্চন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 04/04/2021   শেষ আপডেট: 04/04/2021 8:05 p.m.
By Bollywood Hungama - http://www.bollywoodhungama.com/more/photos/view/stills/parties-and-events/id/2375952, CC BY-SA 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=31128810

আগামীকাল সোমবার জয়া বচ্চন টলিপাড়া টালীগঞ্জে ভোটপ্রচার করবেন

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার নির্বাচন আগামী মঙ্গলবার অর্থাৎ ৬ এপ্রিল। এই মুহূর্তে রাজ্যের সমস্ত রাজনৈতিক দল তাদের তারকা ভোট প্রচারকদের দিয়ে বাংলা প্রান্তে প্রান্তে নির্বাচনী প্রচার করছে। এরইমধ্যে জানা গিয়েছে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটপ্রচার করতে বাংলায় আসছেন অমিতাভপত্নী জয়া বচ্চন। তিনি আজ রবিবার বিকেলে মুম্বাই থেকে দমদম বিমানবন্দরে এসে অবতীর্ণ হয়েছেন। তিনি আগামীকাল সোমবার টালিগঞ্জে তৃণমূল হেভিওয়েট প্রার্থী অরূপ রায়ের রোড শোতে উপস্থিত থাকবেন। তিনি ৮ তারিখ অব্দি কলকাতায় আছেন। এই কয়েকদিনে তিনি জোড়াফুল শিবিরের হয়ে যে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তা নিয়ে কোন সন্দেহ নেই।

আসলে জয়া বচ্চন সমাজবাদী পার্টির রাজ্যসভা মনোনীত পদপ্রার্থী। আর একুশে বাংলা বিধানসভা নির্বাচনে শুরুর আগে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব মমতার পাশে নৈতিক সাহায্য করার দাবি জানিয়েছিলেন। তাই হয়তো এবার মমতার প্রচারের জন্য বাংলায় আসছেন জয়া বচ্চন। এছাড়াও জেনে রাখা ভালো, জয়া বচ্চন আসলে কলকাতার জয়া ভাদুড়ি। তিনি কলকাতার মেয়ে। এখন মুম্বাইতে থাকলেও তার সাথে কলকাতার সম্পর্ক সুদৃঢ়। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে অমিতাভ জয়াকে একাধিকবার কলকাতা ফিল্মফেয়ারে উৎসবে আসতে দেখা গেছে। তাই ধরে নেওয়া যাক এবারের তৃণমূল তারকা ভোটপ্রচারক জয়া বচ্চন।