সৌরভ বিজেপিতে আসলে কার্পেট পেতে ফুল দিয়ে স্বাগত জানাবো : অরবিন্দ মেনন
সৌরভের বিজেপিতে যোগদান নিয়ে বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছে রাজ্য রাজনীতিতে
সৌরভ গঙ্গোপাধ্যায় কি তবে বিজেপিতে যোগ দিচ্ছেন? এই প্রশ্ন রাজনৈতিক মহলে বেশ কয়েকদিন ধরে ঘোরাফেরা করছে। এবারে এই বিতর্ক নিয়ে নতুন করে জলঘোলা শুরু করেছেন বিজেপির রাজ্য পর্যবেক্ষক। এদিন তিনি কাটোয়া থেকে সৌরভকে বিজেপিতে আহ্বান জানিয়েছেন। সৌরভের রাজনীতিতে যোগদান নিয়ে জল্পনা বাড়িয়ে কাটোয়ায় অরবিন্দ মেনন বলেছেন,"সৌরভ বাংলার বাঘ। উনি যদি বিজেপি তে আসেন তবে কার্পেট পেতে ফুল দিয়ে স্বাগত জানাবো। তবে সৌরভ যদি রাজনীতিতে আসেন তা নিজের ইচ্ছায় আসবেন, তার উপর কোন চাপ দেওয়া হচ্ছে না।"
প্রসঙ্গত, গত শনিবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে সৌরভ গাঙ্গুলী ভর্তি হয়েছিলেন একটি বেসরকারি হাসপাতালে। সেখানে সৌরভের হৃদযন্ত্রে স্টেন্ট বসানো হয়েছে। বুধবার তার বাড়ি যাবার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তিনি বৃহস্পতিবার বাড়ি যেতে চলেছেন। সৌরভ স্বাভাবিক জীবন-যাপন করতে পারবেন বলে ঘোষণা করেছেন চিকিৎসক দেবী শেট্টি। তবে, এই ঘোষণার পর বিজেপিতে আহ্বান করে নতুন করে জল্পনা উস্কে দিয়েছেন অরবিন্দ মেনন।