কলকাতা পুরসভার মুখ্য প্রশাসকের পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম
পদত্যাগ করেছেন আরও ১১ জন
কলকাতা পুরসভার (KMC) মুখ্য প্রশাসকের পদ আজ দুপুরে পদত্যাগ করলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। আজ রাজ্যের নগরান্নয়ন দপ্তরে গিয়ে পদত্যাগপত্র জমা করেন তিনি। ফিরহাদ হাকিম (Firhad Hakim) ছাড়া অতীন ঘোষ, দেবাশিস কুমার (Debashis Kumar), দেবব্রত মজুমদার, (Kolkata News) তারক সিং, রামপেয়ারে রাম, ইন্দ্রাণী সাহা বন্দ্যোপাধ্যায়, আমিরুদ্দিন ববিরা, সামসুদ্দিনজামান আনসারি, মনজার ইকবাল সহ মোট বারো জন এদিন ইস্তফাপত্র জমা করেছেন।
উল্লেখ্য, রাজ্যের শাসক দল তৃণমূলের (Trinamool) হয়ে ফের টিকিট পেয়েছেন পদত্যাগকারীরা। কাজেই প্রশাসনিক নিয়ম মেনে মনোনয়ন পত্র জমা করার আগে প্রশাসক পদ থেকে পদত্যাগ পত্র জমা দিলেন সকলে। এরা সকলেই কলকাতা পুরভোটে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন। এবারও ফের টিকিট পেয়েছেন তাঁরা।
প্রসঙ্গত, কালীঘাটে (Mamata Banerjee) ম্যারাথন বৈঠকের পর পুরভোটের (Kolkata Municipal Election 2021) প্রার্থীতালিকা প্রকাশ করে তৃণমূল (TMC)। প্রার্থীতালিকায় স্থান পেয়েছে একঝাঁক নতুন মুখ। তেমনই বাদ পড়েছেন অন্তত ৩৯ জন। যদিও প্রশাসকমণ্ডলীর থেকে একমাত্র রতন দে (Ratan Dey) টিকিট পাননি। সে কারণেই আজ তাঁর পদত্যাগপত্র পেশ করারও প্রশ্ন থাকছে না।