অশান্তি ছড়ালে পুলিশ দমনমূলক পদক্ষেপ করবে, কড়া বার্তা ফিরহাদ হাকিমের
বাংলার সংস্কৃতি যারা নষ্ট করতে চায়, তাদের পুলিশই দমন করবে : ফিরহাদ হাকিম
নূপুর শর্মার মন্তব্যের প্রতিবাদে, আঁচ ছড়িয়েছে সারা দেশে। অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে এ রাজ্য তথা পশ্চিমবঙ্গের একাধিক জায়গায়। বিশেষত হাওড়া এবং কলকাতার বেশ কিছু জায়গায় পড়েছে বিক্ষোভের আঁচ। যার জেরে চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। এদিন বেলার দিকে এই ইস্যুতে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন, শনিবার সকালে টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আগেও বলেছি, দু’দিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে। কিন্তু এ সব বরদাস্ত করা হবে না। এ সবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
এবার এই ইস্যুতে সুর চড়ালেন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ধর্ম নিয়ে অশান্তি ছড়ালে পুলিশ দমনমূলক পদক্ষেপ করবে, রাজ্যের জায়গায় জায়গায় হিংসা এবং অশান্তি ছড়ানোর ঘটনায় এমনই মন্তব্য করলেন ফিরহাদ হাকিম।
শনিবার সাংবাদিক বৈঠকে ফিরহাদ বলেন, "অন্যায় যারা করেছে, তাদের শাস্তি পেতেই হবে। আমরা সব ধরনের ধর্মীয় আবেগকে সম্মান করি। এটাই বাংলার কৃষ্টি এবং সংস্কৃতি। কিন্তু বাংলার সংস্কৃতি যারা নষ্ট করতে চায়, তাদের পুলিশই দমন করবে।"