ফিরহাদই হবেন কলকাতা পুরসভার মেয়র, ঘোষণা মমতার
পুরসভার চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন মালা রায়
সমস্ত জল্পনার অবসান। অবশেষে ঘোষিত হল কলকাতা পুরসভার মেয়রের (KMC Mayor) নাম। এতদিন যার দায়িত্বে ছিল কলকাতা পুরসভা, সেই ফিরহাদ হাকিমের (Firhad Hakim) নামই দ্বিতীয়বারের জন্য ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ডেপুটি মেয়রের পদ সামলাবেন অতিন ঘোষ (Atin Ghosh)। তাছাড়াও পুরসভার চেয়ারম্যান পদে নাম ঘোষণা করা হয়েছে মালা রায়ের (Mala Roy)।
উল্লেখ্য, পুরসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তৃণমূলের (TMC) তরফ থেকে মেয়র হিসাবে কার নাম ঘোষণা করা হবে সে নিয়ে শুরু হয়েছিল বিস্তর জল্পনা। সেখানে পরবর্তী মেয়র হিসাবে ফিরহাদ এবং মালা রায়ের পাশাপাশি উঠে এসেছিল সদ্য বিজেপি ত্যাগী বাবুল সুপ্রিয়ের (Babul Supriyo) নামও।
যদিও ফলঘোষণার দিন গুয়াহাটি (Guahati) সফরে যাওয়ার সময় কলকাতা বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ২৩ তারিখ ঘোষণা করা হবে পুরসভার পরবর্তী মেয়রের নাম। সেই মতো আজ সেই নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। দায়িত্ব পেলেন সেই বিশ্বস্ত ফিরহাদ হাকিম।