বাণিজ্য নিয়ে পড়াশোনা করেও ১ কোটি ৭০ লক্ষের দেনার দায়ে জর্জরিত সোহম!

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 01/04/2021   শেষ আপডেট: 01/04/2021 5:21 p.m.
সোহম চক্রবর্তী

বার্ষিক আয় ঠেকেছে ৫০ লাখে, অথচ গাড়ি ও বাড়ি মিলিয়ে ১ কোটি ৭০ লক্ষের ঋণে সোহম

রাজনীতি তাঁর জীবনে আজকের নয়, তৃণমূলে যোগ দিয়েছেন ৭ বছর হয়ে গেল। ২০১৬ সালেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বাঁকুড়ার বড়জোড়া কেন্দ্রে। সামান্য ব্যবধানে পরাজিত হন। তবে এবার অভিনেতা সোহম চক্রবর্তী পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী। গতকালই প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে নিজের মনোনয়ন পত্র পেশ করেন তিনি, আর তাতেই চোখ কপালে জনগণের, কারণ ঋণে একেবারে জর্জরিত তিনি। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা থেকেই জানা যায়, সোহমের কাছে নগদ টাকার পরিমাণ দেড় লক্ষ টাকা। এবং তাঁর স্ত্রীর রয়েছে ৫০ লক্ষ টাকা। তবে সোহমের গাড়ি ও বাড়ি দুইয়েরই লোন রয়েছে। হলফনামা অনুযায়ী, গাড়ির জন্য তিনি ২৮ লক্ষ ৬০ হাজার ১২৬ টাকা লোন নিয়েছিলেন। হোমলোন রয়েছে ১ কোটি ৪২ লক্ষ ২২ হাজার ৭৯৫ টাকা। কাজেই, মোট ঋণের পরিমাণ ১ কোটি ৭০ লক্ষ টাকা।

২০১৯-২০ এই আর্থিক বছরে তাঁর বার্ষিক আয়ের পরিমাণ ৫২ লক্ষ ৬৭ হাজার ১৫০ টাকা বলে জানিয়েছেন সোহম। তার আগের বছর অর্থাৎ ২০১৮-১৯ এ তাঁর বার্ষিক আয় ছিল ৬৮ লক্ষ ৭ হাজার টাকা। সোহমের স্ত্রী তনয়ার ক্ষেত্রে ২০১৮-১৯ আর্থিক বছরে উপার্জনের পরিমাণ ২ লক্ষ ৩৯ হাজার ১৫০ টাকা। তবে সোহম তাঁর গত ৫ আর্থিক বছরে উপার্জনের খতিয়ান দিলেও স্ত্রীর ক্ষেত্রে শুধু একটি আর্থিক বছরের উপার্জনই উল্লেখ করেছেন।

জানা যাচ্ছে বেশ কয়েকটি ব্যাঙ্কেও টাকা রয়েছে সোহমের। যেমন অ্যাক্সিস ব্যাঙ্কে রয়েছে ২ লক্ষ ৪ হাজার টাকা। এলাহাবাদ ব্যাঙ্কে ৪৫ লক্ষ টাকা, এবং এইচডিএফসি ব্যাঙ্কে ৩ লক্ষ ৬৯ হাজার টাকা। সোহমের স্ত্রী তনয়ার নামে অ্যাক্সিস ব্যাঙ্কের একটি অ্যাকাউন্টে ৯৯ হাজার ৯১৪ টাকা এবং ওই একই ব্যাঙ্কের অন্য একটি অ্যাকাউন্টে গচ্ছিত ২ লক্ষ ৫৬ হাজার ১ টাকা। শেয়ারবাজারে দু’জনের এই মুহূর্তে বিনিয়োগ নেই বলে জানিয়েছেন। এছাড়া বেশ বড় অঙ্কের জীবন বিমাও রয়েছে সোহমের। জীবনবিমা করেছেন স্ত্রী তনয়াও। দু’টি বিমায় বিনিয়োগ করেছেন যথাক্রমে ২ লক্ষ ৪ হাজার ৮৩২ টাকা এবং ৫১ লক্ষ ৫৩৬ টাকা।

সোহম বর্তমানে দুটি ফ্ল্যাটের মালিক। ৮০০ বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে জোকার জেনেক্স ভ্যালিতে। ২৬০০ বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে কবিগুরু সরণীতে। দুটি ফ্ল্যাটের বর্তমান বাজারে মূল্য ২ কোটি ৬০ লক্ষ টাকা। এছাড়া তিনটি গাড়ির মালিক সোহম। তিনটি গাড়ির বর্তমান বাজার মূল্য ১ কোটি ৮১ লক্ষের কিছু বেশি টাকা। এছাড়া তাঁর কাছে রয়েছে ৫২ গ্রাম সোনা যার বাজার মূল্য ২ লক্ষ ৩৮ হাজার ৭৩২ টাকা। স্ত্রী তনয়ার কাছে যে গয়না রয়েছে তার পরিমাণ ২৫৭ গ্রাম। মোট পরিমাণ ১১ লক্ষ ৭৯ হাজার ৮৮৭ টাকা।