আইকোর মামলায় মানস ভুঁইয়ার সাথে ইডি দপ্তরে তলব মদন পুত্রের
২৩ এপ্রিল মদন পুত্র স্বরূপকে ডেকে পাঠিয়েছে ইডি
একুশে বিধানসভা নির্বাচন জোরকদমে চলছে বাংলায়। সেইসাথে বেশ সক্রিয় হতে দেখা যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে। এবার নির্বাচনের মাঝেই আইকোর মামলায় তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়া ও মদন মিত্রের ছেলে স্বরূপ মিত্রকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গিয়েছে, আগামী সোমবার ১৯ এপ্রিল সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছে মানস, পার্থ ও বাপ্পাদিত্যকে। তারপর ২৩ এপ্রিল ডাকা হয়েছে মদন পুত্র স্বরূপকে। আসলে বেশ কিছুদিন আগে আয়কর প্রধান প্রয়াত অনুকূল মাইতি স্ত্রী কনিকা মাইতিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং তাতে বেশ কিছু নতুন তথ্য উঠে এসেছিল। এই তথ্যের ভিত্তিতেই ফের তৃণমূল নেতাদের তলব করেছে ইডি।
সূত্র মারফত জানা গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি সম্প্রতি আইকোর মামলার তদন্ত করতে নেমে একটি ভিডিও ফুটেজ পেয়েছে। সেই ফুটেজে তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়াকে দেখা গিয়েছিল। তিনি সেই অনুষ্ঠানে কেন গিয়েছিলেন এবং আইকোরের সাথে তার কোনো আর্থিক লেনদেন হয়েছিল নাকি তা জিজ্ঞাসাবাদ করার জন্যই মানসকে ডাকা হয়েছে।