মোহভঙ্গ! বিজেপি ছাড়লেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 11/11/2021   শেষ আপডেট: 11/11/2021 12:10 p.m.
বিজেপিতে যোগ শ্রাবন্তীর twitter@bjp4bengal

"বাংলার উন্নয়নে বিজেপির আন্তরিকতার অভাব আছে" শ্রাবন্তী চট্টোপাধ্যায়

আট মাসেই মোহভঙ্গ। বিজেপি (BJP) ছাড়লেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। সামাজিক মাধ্যমেই জানালেন তাঁর এই সিদ্ধান্তের কথা।চলতি বছরের বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছিলেন এই তারকা প্রার্থী। তৃণমূল কংগ্রেসের পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন তিনি। যদিও নির্বাচনে তিনি পরাস্ত হন। তারপর থেকেই দলের সঙ্গে দূরত্ব তৈরি হতে থাকে। বিজেপির কোন সভামঞ্চে কিংবা অনুষ্ঠানে তাঁকে তেমনভাবে আর দেখা যায়নি। এবার বৃহস্পতিবার স্যোসাল মিডিয়ায় বিজেপি ছাড়ার কথা জানালেন।

ঠিক কী কারণে বিজেপি ছাড়লেন? এক টুইট বার্তায় টলিউডের এই অভিনেত্রী জানিয়েছেন, "বাংলার উন্নয়নে বিজেপির আন্তরিকতার অভাব আছে। বাংলার কাজে বিজেপি উদ্যোগী নয়।" এক সময় তৃণমূল ঘনিষ্ঠ শ্রাবন্তী একুশের নির্বাচনে বিজেপির সঙ্গে হাত মেলান। বিজেপির তারকা প্রার্থী হয়ে নির্বাচনেও অংশ নেন। যদিও পরাস্ত হন। এরপর থেকেই বিজেপির সঙ্গে তাঁর যোগসূত্র কমতে থাকে। অবশেষে বিজেপি ত্যাগের কথা জানালেন অভিনেত্রী। টুইটে জানালেন, "যে দলের হয়ে গত বিধানসভা নির্বাচনে লড়াই করেছিলাম, সেই বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করছি।"

উল্লেখ্য, ভোটের ফল প্রকাশের পর বিজেপির ভরাডুবির পর তোপ দেগেছিলেন বিজেপি নেতা তথাগত রায়। বলেছিলেন, "নগরীর নটীরা নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন আর মদন মিত্রর সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন (এবং হেরে ভূত হয়েছেন) তাঁদেরকে টিকিট দিয়েছিল কে?" এই ঘটনার পর বিজেপির তারকা প্রার্থীরা ক্ষোভ উগরে দিয়েছিলেন। এরপর থেকেই বিজেপির সঙ্গে সখ্য কমতে থাকে বলে ধারণা ওয়াকিবহাল মহলের। আর সেই জল্পনায় শিলমোহর দিলেন অভিনেত্রী নিজেই।