তৃনমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় কে আইনি নোটিস দিলেন দিলীপ ঘোষ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 01/12/2020   শেষ আপডেট: 01/12/2020 3:12 a.m.
-

আগামী তিনদিনের মধ্যে অভিষেক বন্দোপাধ্যায়কে তাঁর মন্তব্যে ফিরিয়ে নিতে বলা হয়েছে নোটিশে।

গত রবিবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারের জনসভা থেকে প্রকাশ্যে দিলীপ ঘোষকে 'গুন্ডা', 'মাফিয়া' বলেছিলেন অভিষেক বন্দোপাধ্যায়। আজ অভিষেকের 'গুন্ডা' মন্তব্যের পরিপ্রেক্ষিতে আইনি নোটিস পাঠালেন দিলীপ ঘোষ। এই নোটিসে আগামী তিনদিনের মধ্যে অভিষেক বন্দোপাধ্যায়কে ওই মন্তব্য ফিরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে।

দিলীপ ঘোষ জানান,"জনপ্রতিনিধিদের বক্ত্যব্যের সময় সাবধান হওয়া উচিত।" অন্যদিকে অভিষেকের গুন্ডা মাফিয়া মন্তব্যে পাল্টা জবাবও দেন দিলীপ ঘোষ। তিনি বলেন,"আমি সবকিছুর উত্তর দিতে তৈরি আছি চৌরাস্তায়। আমাকে মাফিয়া বলছেন, নিজে সাত কোটির বাড়িতে থাকে। নির্বাচনের সময় মনোনয়ন জমা দিতে দেয়না। গুন্ডা তাহলে কে হল?"