সুষ্ঠ নির্বাচনের জন্য বাংলাতে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া প্রয়োজন, দাবি দিলীপ ঘোষের

রিচা রায়
প্রকাশিত: 13/11/2020   শেষ আপডেট: 13/11/2020 3:57 p.m.
দিলীপ ঘোষ

অন্যান্য রাজনৈতিক দলগুলিও এই দাবির পক্ষে বলে জানান তিনি

আসন্ন বিধানসভা নির্বাচনে সমস্ত রাজনৈতিক দলগুলি নিজেদের অবস্থান কি হতে চলেছে, তা নিয়ে কমবেশী চিন্তিত। এসবের মধ্যেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সুষ্ঠ নির্বাচনের স্বার্থে বাংলাতে রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন আছে বলে জানালেন। তাঁর কথায়, এই দাবি শুধু তাঁদের একার নয়। অন্যান্য রাজনৈতিক দলগুলিও বাংলাতে রাষ্ট্রপতি শাসনের পক্ষে।

বিহারের নির্বাচনে জয়লাভের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে না পেরে বাংলার শাসক দল বিজেপি কর্মীদের হত্যা করে উদ্দেশ্যে সফল করতে চাইছে। হুমকি নয়, বোঝানোর চেষ্টা চলছে। বাকিটা জনগণ দেখে নেবে। নির্বাচন যাবে, আসবে। কিন্তু একের পর এক কর্মীদের এই মৃত্যু মিছিল চলতে পারেনা।

দিলীপ ঘোষ এই প্রসঙ্গে শাসক দল কে নিশানা করে বলেন গতকালের আক্রমণ মাধ্যমে ওরা বুঝিয়ে দিল যে প্রধানমন্ত্রী যথার্থ কথাই বলেছে। প্রসঙ্গত, গতকাল জয়গাঁতে দিলীপ ঘোষের কনভয় অতর্কিত হামলার মুখে পরে।

দিলীপ ঘোষের রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি প্রসঙ্গে অমিত শাহ্ জানান, বাংলার অধিকাংশ জেলায় বোমা তৈরির কারখানা গড়ে উঠেছে। অনুপ্রবেশের চাপ বাড়ছে। বিরোধীদের হয় খুন করা হচ্ছে নয়ত মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। এই পরিস্থিতি সুস্থ নির্বাচনের জন্য রাষ্ট্রপতি শাসনের দাবি কোনোভাবেই অসঙ্গত নয়।