উনিশে হাফ আর একুশে সাফ – তৃণমূল কংগ্রেস শিবিরে কামান দাগলেন দিলীপ ঘোষ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 23/07/2020   শেষ আপডেট: 20/09/2020 12:27 p.m.
Facebook @dilipghoshbjp

একরকম আত্মবিশ্বাসী ভঙ্গিমায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কে কার্যত এক হাত দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন ২০২১ এ তৃণমূলকে আর জনসভা নয় পথসভা করতে হবে।

একরকম আত্মবিশ্বাসী ভঙ্গিমায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কে এক হাত দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ বাবুর কথায় এবারে শহীদ দিবসের সভাই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ সভা। কারণ আগামী বিধানসভা নির্বাচনে জনগনের রায়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চলেছে গেরুয়া শিবির। শুধু তাই নয় রাজ্য বিজেপি সভাপতি আরো জানালেন মতিভ্রম না হলে এখন কেউ তৃণমূল কংগ্রেস দলের সদস্যপদ গ্রহণ করবেনা। উল্লেখ্য মুখ্যমন্ত্রী শহীদ সভা মঞ্চ থেকে জানিয়েছিলেন দলের সাথে মনোমালিন্যের কারণে যেসব তৃণমূল কংগ্রেস কর্মী দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেছিলেন তাদের জন্য দলে ফেরার সুযোগ এখনও রয়েছে।