বিধানসভা নির্বাচনের আগেই দক্ষিনেশ্বর থেকে নোয়াপাড়া রুটে মেট্রো চালুর ছাড়পত্র দিল সিআরএস

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 11/02/2021   শেষ আপডেট: 11/02/2021 5:58 p.m.
কলকাতা মেট্রো ~Facebook

সম্ভবত আগামী ১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই নয়া লাইনের উদ্বোধন করবেন

দীর্ঘদিন অপেক্ষার পর এবার দক্ষিণেশ্বর নোয়াপাড়া মেট্রো ছাড়পত্র পেল কমিশনার অফ রেলওয়ে সেফটি বা CRS থেকে। এবার মেট্রো চলা শুধুমাত্র সময়ের অপেক্ষা। গত সপ্তাহে দুদিন ধরে এই লাইনে ঘুরে দেখে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে সিআরএস শৈলেশকুমার পাঠক। সেখানে তিনি তৃতীয় লাইনে বিদ্যুৎ থেকে শুরু করে সিগন্যালিং, ট্রেন টাইমিং ইন্দিকেশন বোর্ড, প্ল্যাটফর্ম, প্রবেশ ও প্রস্থান সমস্ত বিষয় খতিয়ে দেখে নিয়েছেন। তারপর তিনি দিল্লি ফিরে গিয়েছিলেন। এবার গতকাল অর্থাৎ বুধবার রাতে মেট্রো কর্তৃপক্ষকে এই ছাড়পত্রের বিষয় জানানো হয়েছে। সম্ভবত আগামী ১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি এসে এই নয়া দক্ষিণেশ্বর নোয়াপাড়া রুটের মেট্রো উদ্বোধন করবেন।

তবে এই লাইনে মেট্রো চালানোর ক্ষেত্রে কিছু সতর্কতা মানতে হবে বলে জানিয়ে দিয়েছে সিআরএস। এই লাইনে মেট্রো চালাতে দক্ষ চালক লাগবে এবং ট্রেনের গতি সর্বোচ্চ ৮০ কিলোমিটার প্রতি ঘন্টায় অব্দি তোলা যাবে বলে জানানো হয়েছে। এছাড়া এই লাইনের প্ল্যাটফর্মে অন্যান্যের তুলনায় বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। এরপর আগামী ৬ মাসের মধ্যে ট্রেন প্রটেকশন ওয়ার্নিং সিস্টেম কার্যকর করে দেওয়া হবে। এছাড়াও আগামী তিন মাসের মধ্যে ডেটা লগার বসানো হবে। তাহলে প্রশ্ন উঠছে কাজ শেষ হওয়ার আগেই কি করে সিআরএস ট্রেন চালানোর ছাড়পত্র দিয়ে দিল? প্রশ্নের উত্তরে মেট্রো কর্তাদের একাংশ জানিয়েছে, বিধানসভা নির্বাচন ঘোষণার আগে যেহেতু লাইন চালু করার ভাবনা করা হয়েছিল তাই তড়িঘড়ি ছাড়পত্র পাওয়া গিয়েছে।