'আমার বাড়িতে ঠেকুয়া পাঠাবেন', ছটের ব্রত পালন করে আবদার মুখ্যমন্ত্রীর
বাংলা কিন্তু ছটপুজোকে কম গুরুত্ব দেয় না, সাফ বার্তা মুখ্যমন্ত্রীর
বুধবার ছটপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে একেবারে অন্য মেজাজে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। "তাড়হুড়ো করবেন না। শান্তিতে ছটপুজো করুন। রাতের বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। তাই চিন্তার কিছু নেই" - আজ তক্তাঘাট ও দইঘাটে ছটপুজোর প্রস্তুতি দেখতে গিয়ে জনসাধারণের সঙ্গে মিশে এভাবেই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সঙ্গে তাঁর আরও বক্তব্য, "আমিও ছটপুজোর ব্রত পালন করছি। গতকাল থেকে চা খেয়ে আছি।" এখানেই শেষ নয়, অবাঙালি 'বন্ধু'দের কাছে ঠেকুয়া খাওয়ার আবদার করে মুখ্যমন্ত্রী বলেন, "আমার বাড়িতে ঠেকুয়া পাঠাবেন।" সঙ্গে পুলিশের উদ্দেশে তিনি বলেন, "পুলিশকেও বলব ঘাটে মাইকিং করুন। একসঙ্গে বেশি জমায়েত যাতে না হয়, সেদিকে খেয়াল রাখবেন। যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।"
এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "দুর্গাপুজো (Durga Puja 2021), দিওয়ালির (Diwali) পর ছটপুজো (Chhath Puja) এসে গিয়েছে। আর বাংলা কিন্তু ছটপুজোকে কম গুরুত্ব দেয় না। সেই জন্যই এবার দু’দিনের ছুটি দেওয়া হয়েছে।" এরপরেই জনসাধারণের উদ্দেশ্যে বার্তা, "আপনাদের বলব, কোভিডবিধি মেনে ঘাটে যান, পুজো দিন। এই দু’দিন নাইট কারফিউও তুলে দেওয়া হয়েছে। তাই তাড়াহুড়ো করবেন না। ধীরে-সুস্থে পুজো করুন।"
প্রসঙ্গত, ছটপুজো উপলক্ষ্যে এলাহি আয়োজন করেছে কলকাতা পুরসভা (Kolkata Municipality)। পুজোর জন্য তৈরি রাখা হয়েছে শহরের ১৩২টি ঘাট ও ৩৬টি কৃত্তিম জলাশয়। তবে রবীন্দ্র সরোবরে এবার ছটপুজো হবে না। আগেই সাফ জানিয়েছিলেন পুর প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim)।