জেলের বদলে SSKM হাসপাতালে নেতারা, সত্যতা যাচাইয়ে নিজের মেডিকেল বোর্ড গঠন CBI এর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 19/05/2021   শেষ আপডেট: 19/05/2021 4:15 p.m.
শোভন সুব্রত মদন ফিরহাদ ~ facebook

সিবিআই এইমসের ৫ বিশিষ্ট চিকিৎসক নিয়ে নিজের মেডিকেল বোর্ড গঠন করেছে

সোমবার সকালে বাড়ি ফিল্মি কায়দায় গ্রেপ্তার করা হয়েছিল ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চ্যাটার্জিকে। নারদ মামলার তদন্তে ফের সক্রিয় হয়েছে সিবিআই (CBI) গোয়েন্দা বাহিনী। তাঁদেরকে গ্রেপ্তার করে প্রথমে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয় এবং পরে রাত্রির দিকে কলকাতা হাইকোর্টের (Kolkata Highcourt) নির্দেশে প্রেসিডেন্সি জেলে আনা হয়। তবে সোমবার রাতেই শারীরিক অসুস্থতার কারণে মদন মিত্র এবং শোভন চ্যাটার্জিকে এসএসকেএম (SSKM) উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। অন্যদিকে মঙ্গলবার সকালে সুব্রত মুখোপাধ্যায় শারীরিক অসুস্থতা নিয়ে এসএসকেএমের শরণাপন্ন হন। তবে আজ বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই নিজের একটি মেডিকেল বোর্ড গঠন করেছে যা তিন হেভিওয়েট নেতার হাসপাতালে থাকার প্রয়োজন আছে নাকি তা খতিয়ে দেখবে। এই মেডিকেল বোর্ডে এইমসের (AIIMS) ৫ বিশিষ্ট চিকিৎসক থাকছেন। আজকে হাইকোর্টের শুনানির পর সিবিআই এই বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ নেবে।

তবে এসএসকেএম হাসপাতাল সূত্রে জানিয়েছে, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে রুটিন চেকআপের মধ্যে রাখা হয়েছে। কিছুদিন আগে মদন মিত্র করোনা আক্রান্ত হওয়ায় তার আবারও অক্সিজেন মাত্রা সাংঘাতিকভাবে কমে গিয়েছিল। তাই তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। অন্যদিকে ইসিজি হয়েছে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের। তাঁকে দেখছেন মেডিসিন বিশেষজ্ঞ ডঃ সৌমিত্র ঘোষ ও হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ সরোজ মন্ডল। অন্যদিকে ফিরহাদ হাকিম জেলে থাকলেও তাঁর জ্বর এবং সামান্য পেটে ব্যথা আছে।