বুম্বা-বিজেপি সাক্ষাতে নায়কের হাতে উঠল অমিত শাহকে নিয়ে লেখা বই‌; তুঙ্গে জল্পনা

news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/02/2021   শেষ আপডেট: 17/02/2021 11:50 a.m.
প্রসেনজিত চট্টোপাধ্যায় ও বিজেপি নেতা অনির্বাণ গাঙ্গুলি Prasenjit Chatterjee and anirban Ganguly
প্রসেনজিত চট্টোপাধ্যায় ও বিজেপি নেতা অনির্বাণ গাঙ্গুলি ~ Twitter@AnirbanGanguly

প্রসেনজিতের বাড়িতে গিয়ে অভিনেতার সাথে দেখা করেন বিজেপি নেতা অনির্বাণ গাঙ্গুলি

বাংলার বিধানসভা নির্বাচনের আগে ক্ষণে ক্ষণেই তৈরি হচ্ছে নতুন জল্পনার জট। আর জট মুক্ত করে জল্পনা সত্যি হওয়ার ঘটনাও প্রকাশ্যে এসেছে পরক্ষণেই। গতদিন মিঠুন চক্রবর্তীর সাথে আরএসএস সাক্ষাতের পর জল্পনা তৈরি হয় তাঁকে নিয়েও, তবে তিঁনি এটিকে স্রেফ আধ্যাত্মিক যোগাযোগই বলেছেন। আর এদিকে গতকালই সন্ধ্যায় প্রসেনজিত চট্টোপাধ্যায়ের বাড়ি গিয়ে দেখা করলেন বিজেপি নেতা অনির্বাণ গাঙ্গুলি।

সেখানে‌ সরাসরি তাঁর হাতেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে লেখা একটি বই 'অমিত শাহ অ্যান্ড দ্য মার্চ অফ বিজেপি' অভিনেতার হাতে তুলে দেন অনির্বাণ। হাসিমুখে দুজনেই ছবি তোলেন একসাথে যা স্যোশাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে। এসব দেখেই শুরু হয়েছে নতুন গুঞ্জন।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ শে লোকসভা ভোটের সময় দিল্লির বিমানে মুকুল রায়ের সাথে দেখা হয়, সেখান থেকেই জল্পনার জায়গা তৈরি হয়। এর আগেও ২৩শে জানুয়ারি ভিক্টোরিয়ায় নেতাজির অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি এবং প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তিনি। কলকাতা চলচ্চিত্র উৎসবে চেয়ারম্যান পদ থেকে অপসারিত করা হয় প্রসেনজিতকে এবং কিছুদিন আগেই স্ত্রী অর্পিতা কৃষক আন্দোলন প্রসঙ্গে প্রোপাগান্ডা বিরোধীতায় সরব হয়েছেন। সব কিছু দেখে শুনে রাজনৈতিক মহলে জল্পনা ইতিমধ্যেই চরমে পৌঁছেছে। টলিউডের অন্দরে সবুজায়ন রুখতেই কি এবার গৈরিকীকরণের দিকে ঝুঁকেছেন শিল্পীরা? যদিও বিজেপিতে যোগদান করবেন কিনা, সেসব নিয়ে মুখ খোলেননি প্রসেনজিত এবং এটি নিতান্তই সৌজন্য সাক্ষাৎ বলেই দাবি বিজেপি সূত্রে।