তৃণমূলের রিপোর্ট কার্ডের বদলা 'তৃণমূলের ফেল কার্ড'

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/12/2020   শেষ আপডেট: 14/12/2020 11:37 p.m.
-facebook

রাজ্য সরকারের ব্যর্থতার প্রচার বিজেপির

ইতিমধ্যেই তৃণমূল সরকার বাংলায় তাদের ক্ষমতাকালীন বিগত দশ বছরের রিপোর্ট কার্ড প্রকাশ করেছে যাতে মূলত উন্নয়নমূলক সমস্ত কর্মসূচির বাস্তবায়নের নমুনা তুলে ধরা হয়েছে। এবারে প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি পাল্টা তৃণমূলের ব্যর্থতা জনগণের কাছে তুলে ধরতে 'তৃণমূলের ফেল কার্ড' সমেত প্রচার চালাল।

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপি রাজ্যের ক্ষমতা দখলের কত বড় দাবিদার তা মানুষকে বোঝাতেই আবারো তাদের নতুনরূপে জনসংযোগ। সোমবার হেস্টিংসের দলীয় কার্যালয়ে সাংবাদিক সন্মেলনে বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত প্রকাশ করেন 'তৃণমূলের ফেল কার্ড' যেখানে শমীক ভট্টাচার্য, শিশির বাজোরিয়ারাও উপস্থিত ছিলেন। ”দশ বছরে তৃণমূল সরকারের ব্যর্থতার কাহিনি আমরা বুকলেট দিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিতে চাই।

শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক, স্বাস্থ্য, শিক্ষা, মহিলা সুরক্ষা-সহ আরও অনেক বিষয়ে রাজ্য সরকারের ব্যর্থতা ও বাংলার দুর্দশার কাহিনি তুলে ধরা হয়েছে এই বুকলেটে", এমনটাই ঘোষনা করেন স্বপন দাশগুপ্ত। নারীদের ওপর আক্রমনেও এনসিআরবির রিপোর্টে বাংলা তৃতীয় স্থানে ও কর্মসংস্থানের দুর্দশা দেখানো হয়েছে এই কার্ডে যা তৃণমূলের প্রকাশিত দশ বছরের রিপোর্ট কার্ডকে ভ্রান্ত প্রতিপন্ন করে। শিল্প বিনিয়োগের ক্ষেত্রেও বাংলার অচলাবস্থা উল্লেখ করেন শমীক ভট্টাচার্যরা।