১৪৮ কেন্দ্রে প্রার্থী ঘোষণা বিজেপির, ফের তারকাদের হিড়িক

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/03/2021   শেষ আপডেট: 18/03/2021 8:59 p.m.
বিজেপি প্রার্থী Twitter

দীর্ঘ ২০ বছর অন্তরালে দলের হয়ে কাজ করার পর ভোটযুদ্ধে  কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন মুকুল রায়

তৃতীয় এবং চতুর্থ দফায় ৬৩টি আসনে প্রার্থীর নাম ঘোষণা পরে এবার বৃহস্পতিবার ১৪৮টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল বিজেপি (BJP)। ৬৩ আসনে প্রার্থীদের তালিকাতে ছিল যশ দাশগুপ্ত, পায়েল সরকার, তনুশ্রী চক্রবর্তী, অঞ্জনা বসু সহ একাধিকজন। তবে এবারেও চমক, ফের তারকা প্রার্থীদের নামের হিড়িক প্রার্থী ঘোষণাতে। এদিন ভবানীপুর থেকে বিজেপি প্রার্থী হলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। আর তাঁর বিপরীতে তৃণমূলের পক্ষ থেকে লড়ছেন বর্ষীয়ান রাজনীতিবিদ শোভনদেব চট্টোপাধ্যায়।

অন্যদিকে বরাহনগর থেকে বিজেপির হয়ে লড়ছেন পার্ণো মিত্র (Parno Mittra)। এদিকে তাঁর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী হয়ে লড়বেন তাপস রায়। বেহালা পশ্চিম কেন্দ্রে প্রার্থী হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। তাঁর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বলাবাহুল্য, বেশ জটিল পরিস্থিতিতে এগোচ্ছে বিধানসভা নির্বাচন। আসানসোল দক্ষিণে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। আর তাঁর বিপরীতে তৃণমূলের তরফে রয়েছেন সায়নী ঘোষ। এছাড়াও মানিকতলা কেন্দ্রে বিজেপির প্রার্থী হলেন প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে। 

এদিকে শুরু তারকাপ্রার্থী বা খেলোয়াড় নয়, প্রার্থী তালিকায় নজর কেড়েছে সাংসদদের নাম। দীর্ঘ ২০ বছর অন্তরালে দলের হয়ে কাজ করার পর ভোটযুদ্ধে  কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন মুকুল রায়।  বিজেপির প্রার্থী তালিকায় ফের চমক, ২০ বছর পর ভোটের ময়দানে মুকুল রায়। তাঁর মূল প্রতিপক্ষ তৃণমূলের তারকা প্রার্থী অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়।

এছাড়া প্রার্থী তালিকায় রয়েছেন জগন্নাথ সরকারের মতো সাংসদ, সব্যসাচী দত্ত, পবন সিং, অরিন্দম ভট্টাচার্যর মতো বিধায়ক, রয়েছেন দলের দীর্ঘদিনের সক্রিয় কর্মীরা।