ভবানীপুরে মমতার বিরুদ্ধে বামফ্রন্টের শ্রীজীব বিশ্বাস
সংযুক্ত মোর্চা নয়, বামফ্রন্টের প্রার্থী হিসাবেই লড়বেন তিনি
৩০ তারিখ ভবানীপুরে উপনির্বাচন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী আর কেউ নন। খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্রে তাঁর বিরুদ্ধেই প্রার্থী খুঁজতে কালঘাম ছুটেছে বিরোধীদের। এরই মাঝে ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করল সিপিএম। ভবানীপুরের ঘরের ছেলে শ্রীজীব বিশ্বাসকে প্রার্থী হিসাবে ঘোষণা করলেন তাঁরা। তবে আসন্ন উপনির্বাচনে সংযুক্ত মোর্চা নয়, বামফ্রন্টের প্রার্থী হিসাবেই লড়বেন তিনি।
আলিপুর আদালতের আইনজীবী শ্রীজীব বিশ্বাস। ভবানীপুরে সক্রিয় বামকর্মী হিসাবে যথেষ্ট পরিচিতি আছে তাঁর। গতকাল কংগ্রেস আসন্ন উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্রে প্রার্থী না দেওয়ার খবর জানানোর পরই নিজেদের মধ্যে আলোচনায় বসে বামফ্রন্ট নেতৃত্ব। আলোচনায় প্রার্থী হিসাবে প্রাথমিকভাবে উঠে আসে ডিওয়াইএফআই-এর কলতান দাশগুপ্তের নাম। তবে আগত ডিওয়াইএফআই-এর রাজ্য সম্মেলনে তাঁকে কোনও উচ্চ পদ দেওয়া হতে পারার কারনে মমতার বিরুদ্ধে লড়াইয়ের মুখ হিসাবে শ্রীজীবের নাম উঠে আসে। আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করা এখন কেবল সময়ের অপেক্ষা।
সিপিএমের তরফ থেকে জানানো হয়েছে, প্রার্থীর নাম ঘোষণা করার পর থেকেই প্রচার শুরু করা হবে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন, সংযুক্ত মোর্চা নয়, বামফ্রন্ট মনোনীত প্রার্থী হিসাবেই প্রচারের ময়দানে নামবেন তাঁরা। সিপিএম সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বামফ্রন্টের প্রচারে আমন্ত্রন জানানো হবে কংগ্রেসকেও।