শাহের অনুপ্রেরণায় বিজেপিতে যোগ দিলেন এটিকে মোহনবাগান গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য
রাজনীতির জন্য ফুটবলকে বিদায় দেওয়ার ইচ্ছা নেই অরিন্দমের
বাংলার বিধানসভা নির্বাচন এখন মধ্যগগনে। এখনো ভারী হচ্ছে গেরুয়া দলের পাল্লা। ক্রীড়াঙ্গন থেকে সরাসরি বিজেপিতে যোগদান করেছিলেন ক্রিকেটার অশোক দিন্দা যিনি ইতিমধ্যেই ময়নাতে প্রার্থীপদ পেয়েছেন। খ্যাতনামা ফুটবলার দীপেন্দু বিশ্বাসও পদ্মশিবিরে যোগ দেন, তবে প্রার্থী হতে পারেননি। এবার ভোট চলাকালীন ফের একবার মাঠ-ময়দান থেকে আরও এক ব্যক্তিত্ব নাম লেখালেন মোদী-শাহের দলে। গতকালই হেস্টিংসে রাজ্য বিজেপির সহ-পর্যবেক্ষক অমিত মালব্য এবং অভিনেতা মিঠুন চক্রবর্তীর উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দিলেন এটিকে মোহনবাগান গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য।
আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদানের এই মঞ্চ থেকেই অরিন্দম বলেন, রাজনীতিতে নাম লেখালেন মানেই ফুটবল থেকে নাম তুলে নিলেন, এমনটা মোটেই নয়। তবে একইসাথে রাজনীতি আর খেলা চালিয়ে যাওয়া মোটেও সহজ কাজ নয়। এ প্রসঙ্গে তিনি বলেন, সমস্ত প্রচার বা মিটিংয়ে উপস্থিত না থাকতে পারলেও যতটা সম্ভব রাজনীতিকে সময় দেবেন তিনি। আগামী ২৬শে এপ্রিল থেকে শুরু হবে এএফসি কাপের প্রস্তুতি। ভোটপর্ব শেষের পথে, তাই প্রচারে অসুবিধা হবেনা বলেও জানান। মূলত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অনুপ্রেরণাতেই তার এই গেরুয়া শিবিরে যোগদান বলে উল্লেখ করেন গোলরক্ষক। তবে আরও পাঁচ-সাত বছর খেলার ময়দানে থাকতে চান অরিন্দম।