অক্টোবরে বিজেপির বাংলা নেতৃত্বের সাথে বৈঠকে অমিত শাহ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 26/09/2020   শেষ আপডেট: 26/09/2020 1:58 a.m.
twitter@AmitShah

একুশের ভোটের আগে বাংলায় শক্তি বৃদ্ধির কৌশল?

২০২১ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু করে দিয়েছে সব দলই। ক্ষমতায় আসতে মরিয়া বিজেপি। ২০১৯ সালে লোকসভা ভোটে বাংলা থেকে ভালো সাড়া পেয়েছিল তারা। তখন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি বাংলায় একাধিক জনসভা করে বঙ্গ বিজেপির ভিত মজবুত করার কাজটা করে দিয়েছিলেন। টার্গেট দিয়েছিলেন ২২ টা লোকসভা জেতার, লক্ষ্যের কাছাকাছি পৌঁছে ১৮ টা আসন পেয়েছিল বিজেপি।

২০১৯ সালে তৈরি হওয়া কেন্দ্রীয় মন্ত্রীসভায় অমিত শাহ সরাষ্ট্রমন্ত্রী। এখন আর বিজেপির সর্বভারতীয় সভাপতি নন তিনি। ফলে ভোটের প্রচারে প্রথম সারিতে এখনই দেখা যাচ্ছে না তাঁকে। তবুও বঙ্গ বিজেপির শক্তি বৃদ্ধি ও ভোটের রণকৌশল ঠিক করার জন্য রাজ্যের বিজেপি নেতাদের সাথে অক্টোবরের শুরুতেই মিটিং করবেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ঠিক কোন কৌশলে তৃণমূলের পায়ের নীচের মাটি কেড়ে নেওয়া যায় সেটাই ঠিক হবে ওই বৈঠকে। বৈঠকে রাজ্য বিজেপির পক্ষে রাহুল সিনহা, দিলীপ ঘোষ, মুকুল রায়, সুব্রত চট্টোপাধ্যায় সহ বেশ কিছু প্রথম সারির নেতা থাকার কথা।