"রোগীকে দেখতে জানিয়ে যেতে হয় নাকি?", ফের প্রকাশ্যে মুকুল দিলীপ দ্বন্দ্ব
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর গত বুধবার মুকুলজায়াকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন দিলীপ ঘোষ
গত বুধবার অর্থাৎ ২ মে সন্ধ্যায় তৃণমূল (TMC) নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) মুকুলজায়া কৃষ্ণাদেবীকে হাসপাতালে দেখতে যান। আসলে বিজেপি (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের (Mukul Roy) স্ত্রী বেশ কিছুদিন ধরেই অসুস্থ আছেন। তিনি কলকাতার একটি হাসপাতালে ভর্তি। তাকে বুধবার সন্ধ্যেবেলা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখতে যাওয়ায় বঙ্গ রাজনীতিতে ব্যাপক জল্পনা-কল্পনা শুরু হয়েছে। তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাসপাতালে যাওয়াই মুকুল রায় এবং তার পুত্র শুভ্রাংশু যে বেশ খুশি তা তাদের ইঙ্গিতেই বোঝা গিয়েছে। আর এখান থেকেই বিতর্কের জন্ম নিয়েছে যে মুকুল শুভ্রাংশু কি তৃণমূলে যোগ দেবেন? এছাড়াও ওদিন হাসপাতালে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) মুকুলজায়াকে দেখতে গিয়েছিলেন। সেই প্রসঙ্গে শুভ্রাংশু বিরূপ মন্তব্য করেছেন।
দিলীপ ঘোষের হাসপাতালে দেখতে যাওয়া প্রসঙ্গে শুভ্রাংশু রায় বলেছিলেন, "উনি কখন হাসপাতালে গিয়েছিলেন আমি জানি না। কেন গিয়েছিলেন সেটাও জানা নেই।" এই মন্তব্যের পর ফের দিলীপবাবুর সাথে মুকুল রায়ের ঠান্ডা লড়াই শুরু হয়। বিতর্কিত মন্তব্যের পর পাল্টা জবাব দিতে ভোলেননি দিলীপ ঘোষ। তিনি সরাসরি কটাক্ষ করে বলেছেন, "অসুস্থ কাউকে দেখতে গেলে জানিয়ে যেতে হয় নাকি?" প্রসঙ্গত উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় কৃষ্ণাদেবীকে দেখতে যাওয়া প্রসঙ্গে বলেছেন, "ওনাকে আমি ছোটবেলা থেকে চিনি। আমায় খুব স্নেহ করেন। শরীর খারাপ শুনে হাসপাতালে গিয়েছিলাম। ওনার পরিবারের সাথে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে কিন্তু এসবের মধ্যে রাজনীতি ঢোকানো উচিত নয়। উনি আমার মায়ের মতন।"