অসুস্থ 'চারুলতা', ভর্তি করা হয়েছে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 29/04/2022   শেষ আপডেট: 29/04/2022 1:48 p.m.
ছবিটি সত্যজিৎ রায়ের ফ্যানপেজ থেকে সংগৃহীত

অভিনেত্রীর বয়স এখন ৮০ বছর

অসুস্থ বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেত্রী, বাংলা চলচ্চিত্রে নারীকেন্দ্রিক ছবির অন্যতম মুখ 'চারুলতা' তথা মাধবী মুখোপাধ্যায় (Madhabi Mukherjee)। তাঁকে ভরতি করা হয়েছে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে তাঁর শারীরিক পরীক্ষানিরীক্ষা শুরু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। চিকিৎসকরা খতিয়ে দেখছেন তাঁর অন্যান্য শারীরিক সমস্যা রয়েছে কিনা। আপাতত, চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন মাধবী মুখোপাধ্যায়।

জানা গিয়েছে, হঠাৎ করে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় অভিনেত্রীর। রক্তে সোডিয়াম-পটাশিয়ামের মাত্রা কমে গিয়েছে। সেই কারণেই অসুস্থবোধ করেন তিনি। সময় নষ্ট না করে, পরিবারের পক্ষ থেকে দ্রুত তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। ইসিজি করার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। অভিনেত্রীর সামান্য শ্বাসকষ্ট রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

যদিও সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতিতে অভিনেত্রীর পরিবারের তরফে জানান হয়েছে, "অসুস্থতা খুব একটা গুরুতর নয়। তবে দুর্বলতা রয়েছে। রুটিন চেক আপের জন্যই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অভিনেত্রীকে। সব কিছু ঠিকঠাক থাকলে রবিবারই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।"

উল্লেখ্য, অভিনেত্রীর বয়স এখন ৮০ বছর। ১৯৫৬ খ্রিষ্টাব্দে তপন সিংহের 'টনসিল' ছবিতে তিনি প্রথম মুখ্য ভূমিকায় অভিনয় করেন। এরপর ১৯৬০ সালে মৃণাল সেনের 'বাইশে শ্রাবণ' ছবিতে অভিনয় করেন। মাধবী মুখোপাধ্যায়ের অভিনয়ে হাতেখড়ি অবশ্য মঞ্চে। শিশির ভাদুড়ি, নির্মলেন্দু লাহিড়ী ও ছবি বিশ্বাসের মত অভিনেতাদের সঙ্গে মঞ্চে কাজ করেছেন তিনি। 'আত্মজা' নামক একটি চলচ্চিত্র পরিচালনাও করেছিলেন। বড় পর্দার পাশাপাশি তিনি অভিনয় করেছেন টেলিভিশনেও।