বাবুলকে আইনি নোটিশ অভিষেকের, ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 07/01/2021   শেষ আপডেট: 07/01/2021 5:45 a.m.
অভিষেক ব্যানার্জি, বাবুল সুপ্রিয়

অভিষেকের অভিযোগ, বাবুল সুপ্রিয় তাকে কটাক্ষ করেছেন তিনি নাকি কয়লা পাচারের সঙ্গে যুক্ত

কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সংসদ বাবুল সুপ্রিয় কে দিন সরাসরি আইনি নোটিশ পাঠালেন ডায়মন্ড হারবার এর সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক অভিযোগ করেছেন, বাবুল সুপ্রিয় তাকে গরু এবং কয়লা পাচার নিয়ে আক্রমণ করেছিলেন গত ৩১ ডিসেম্বর। তার পরিপ্রেক্ষিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে এবং নোটিশে বলা হয়েছে আগামী ৭২ ঘন্টার মধ্যে যদি ক্ষমা না চাওয়া হয় তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বাবুলের বিরুদ্ধে।

আইনজীবী সঞ্জয় বসুর মাধ্যমে অভিষেক অভিযোগ করেছেন," সংবাদমাধ্যমের সামনে অভিষেকের নাম করে বাবুল কটাক্ষ করেছেন, ভাইপো আবার বলেন যে তার কেউ নাম নিতে পারবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম নিয়ে বলছি কয়লা এবং গরু পাচারের টাকা দিয়ে ভাইপো কলকাতায় কোটি টাকার বাড়ি করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় গরু পাচার এবং কয়লা পাচারের সঙ্গে যুক্ত।" প্রসঙ্গত, এর আগে অভিষেকের বিরুদ্ধে বাবুল অভিযোগ করেছিলেন, অভিষেক নাকি কয়লা পাচারের সঙ্গে যুক্ত। তখন বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিভিল কোর্টে মামলা দায়ের করেন। সেখানে কোর্ট এর তরফ থেকে নির্দেশ দেওয়া হয় বাবুল সুপ্রিয় কে যাতে এরকম মন্তব্য আর না করেন তিনি। কিন্তু আবারও এরকম ব্যবহার মন্তব্য করে বিতর্কের মধ্যে জড়ালেন বাবুল সুপ্রিয়।