কিশোরদের ভ্যাকসিনেশনে ভারতের ছাড়পত্র পেতে মরিয়া ফাইজার ভ্যাকসিন
করোনার অতি সংক্রামক B.1.617 ভ্যারিয়েন্টের সংক্রমণ রুখতেও সক্ষম এই টিকা
করোনার (COVID-19) দ্বিতীয় (Second Wave) ঢেউয়ে নাজেহাল গোটা দেশ। চিন্তা বাড়িয়েছে তরুণ প্রজন্মের মধ্যে বাড়তে থাকা সংক্রমণ। একাধিক রাজ্যে লকডাউন, তার মধ্যেই ভারতের ছাড়পত্র পেতে মরিয়া মার্কিনি ফাইজারের (Pfizer Vaccine) ভ্যাকসিন। কারণ ফাইজারের দাবি, তাঁদের তৈরি টিকা ১২ বছরের ঊর্ধ্বে সকলের জন্যই কার্যকরী এবং করোনার অতি সংক্রামক B.1.617 ভ্যারিয়েন্টের সংক্রমণ রুখতেও সক্ষম এই টিকা। তাই আলোচনা সাপেক্ষে ছাড়পত্র পেতে চলেছে ফাইজার ভ্যাকসিন।
মার্কিন সংস্থার দাবি, কিশোরদের মধ্যেও সংক্রমণ রুখতে সক্ষম ফাইজারের টিকা। এই টিকা সংরক্ষণেরও বিশেষ ঝামেলা নেই। ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে এক মাসের জন্য সংরক্ষিত থাকতে পারে ফাইজারের কোভিড ভ্যাকসিন।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, টিকা উৎপাদক মার্কিনি সংস্থার দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থা-সহ ৪৪ টি সংস্থা তাঁদের টিকাকে ছাড়পত্র দিয়েছে। সেই শংসাপত্রের উপর ভরসা করেই ভারতে এই টিকাকে ছাড়পত্র দেওয়ার প্রস্তাব দিয়েছে তাঁরা। তবে ভারতে এখনও পর্যন্ত ফাইজারের টিকার কোনও ট্রায়াল হয়নি।