চীনে মানুষের শরীরে হদিশ মিলল বার্ড ফ্লু রোগের H10N3 স্ট্রেন, আতঙ্কে গোটা বিশ্ব

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 01/06/2021   শেষ আপডেট: 01/06/2021 5:46 p.m.
-

চীনের জাতীয় স্বাস্থ্য মিশন এই রোগের কথা ঘোষণা করেছে

করোনা (Corona) সংক্রমনের দাপটে ওষ্ঠাগত দেশের মানুষের প্রাণ। দেশজুড়ে দ্বিতীয় ঢেউ আজকে পড়েছে যা থেকে বাঁচার পথ খুঁজছে প্রত্যেক ভারতবাসী। মনে করা হয় গত বছর চীনের উহান শহর থেকে এই ভাইরাস গোটা দেশ তথা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। এখনই অব্দি চীনের (China) ভাইরাস থেকে পৃথিবী রক্ষা পাওয়ার আগেই নতুন আতঙ্ক সৃষ্টি করছে চিনা বার্ড ফ্লু (Bird Flu)। এই রোগের H10N3 স্ট্রেন সম্প্রতি মানব শরীরে পাওয়া গিয়েছে। চীনের জাতীয় স্বাস্থ্য মিশন (NHC) সম্প্রতি জানিয়েছে যে চীনের জিয়াংসু প্রভিন্স অঞ্চলে বার্ড ফ্লু রোগের H10N3 স্ট্রেনে আক্রান্ত হয়েছেন এক ব্যক্তি। করোনার পর এই নতুন রোগের খবর জানতেই আতঙ্কে রয়েছে গোটা বিশ্ববাসী।

জানা গিয়েছে, চীনের হেনজিয়াং শহরের এক ৪১ বছরের ব্যক্তি এই রোগে আক্রান্ত হন। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ওই ব্যক্তির সংস্পর্শে যাঁরা ছিলেন তাঁদের কোন রকম সমস্যা দেখা যায়নি। সেই অনুযায়ী চিনা স্বাস্থ্য কর্তপক্ষ অভয়বাণী দিয়েছে যে এই সংক্রমণ ছড়িয়ে মহামারী হওয়ার কোন সম্ভাবনা নেই। প্রসঙ্গত উল্লেখ্য, বার্ড ফ্লু এর H10N3 স্ট্রেন এর আগে কখনো মানুষের দেহে সংক্রমিত হয়নি। প্রথম ওই চিনা ব্যক্তির শরীরে এই স্ট্রেনের উপস্থিতি ধরা পড়ে। বর্তমানে আক্রান্ত ব্যক্তিকে কড়া পর্যবেক্ষণে রাখছে হাসপাতাল কর্তৃপক্ষ।