করোনা ভাইরাসে নয় এবার করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় মারা গেলেন এক ব্যক্তি
দেশজুড়ে করোনা ভাইরাসের টিকা নিয়ে ছড়িয়েছে চাঞ্চল্য
এতদিন পর্যন্ত শোনা যাচ্ছিল করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে, আর এবারে করোনাভাইরাস টিকা নেওয়ার পর মৃত্যু হল এক ব্যক্তির। জানা যাচ্ছে টিকাকরনের পার্শ্ব প্রতিক্রিয়ার জন্যই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। সংবাদ সংস্থা জানিয়েছে, ৮ মার্চ ৬৮ বছর বয়সি ওই ব্যক্তি করোনা ভাইরাসের টিকাগ্রহণ করেছিলেন। টিকা নেওয়ার পরেই তার দেহে অ্যানাফিল্যাক্সিস এর সংক্রমণ হয়, এবং তিনি মারা যান। এই ঘটনাটির পরে স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে মানুষের মধ্যে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যক্তি করোনা ভাইরাসের প্রতিষেধক গ্রহণ করেছিলেন গত ৮ মার্চ। তার পরেই তার দেহে এই ধরনের কিছু এলার্জির মত সংক্রমণ ঘটতে শুরু হয়। গত ৫ ফেব্রুয়ারি তারিখে ৫ জনের দেহে এই প্রতিক্রিয়া দেখা যায়। কিন্তু এই সংখ্যাটা মার্চ মাসের শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ায় ৩১এ। রিপোর্ট অনুযায়ী প্রতি ১০ লক্ষ মানুষের টিকাকরণ এর মধ্যে ২.৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন ৪.৮ জন। তবে শুধুমাত্র করোনা টিকা এর জন্য দায়ী নয়। টিকাকরণের পর পার্শপ্রতিক্রিয়া নিয়ে পর্যালোচনা করা কেন্দ্রীয় কমিটি উল্লেখ করেছে, "করোনাভাইরাস টিকার সঙ্গে সম্পর্কিত এটি প্রথম মৃত্যু। প্রতিশোধ নেওয়ার পর টিকা গ্রহণ কেন্দ্রে ৩০ মিনিট অপেক্ষা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৩০ মিনিটের মধ্যেই সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়াঃ যা হবার হয়ে যায়। তখন যদি দ্রুত চিকিৎসা করা যায়, তখন অনেককে বাঁচানো যায়।" তাই তিনি সকলকেই টিকা নেওয়ার পর অন্তত আধঘন্টার জন্য টিকাগ্রহণ কেন্দ্রে অপেক্ষা করার অনুরোধ করেছেন।