আগামী ৩ দিনে রাজ্যগুলি পাবে আরও ৫১ লাখ ভ্যাকসিন ডোজ, ঘোষণা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের
কেন্দ্র মোট ২০ কোটি ভ্যাকসিন ডোজ পাঠিয়েছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে
ভারত জুড়ে করোনা (Corona) সংক্রমনের দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়েছে। নতুন মিউট্যান্ট স্ট্রেন দেশবাসীর জীবন অতিষ্ঠ করে তুলেছে। প্রতিদিন সংক্রমণে গ্রাফ ৪ লাখের গণ্ডি স্পর্শ করছে। এই পরিস্থিতিতে দেশজুড়ে চলছে টিকাকরণ প্রক্রিয়া। কেন্দ্র সরকার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে প্রায় ২০ কোটি ডোজ ভ্যাকসিন পাঠিয়েছে। তার মধ্যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে এখনও বাকি রয়েছে ১.৮৪ কোটি ভ্যাকসিন। গত ১৪ মে সন্ধ্যে সাতটার পরিসংখ্যান অনুযায়ী দেশে মোট ১৮ কোটি ৪৩ লাখ ৬৭ হাজার ৭৭২ ডোজ ভ্যাকসিন ব্যবহার হয়েছে। এরপর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Union Health Ministry) আজ জানিয়েছে যে আগামী তিন দিনের মধ্যে আরও ৫১ লাখ ভ্যাকসিন পাবে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি।
কেন্দ্র গোটা দেশজুড়ে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিনামূল্যে ভ্যাকসিন পৌঁছে দিচ্ছে। ইতিমধ্যেই দেশজুড়ে তৃতীয় পর্যায়ের ভ্যাকসিনেশন প্রক্রিয়া চালু হয়েছে যাতে ১৮ বছরের উর্ধ্বে সকলে ভ্যাকসিন নিতে পারবে। তবে বেশ কিছু রাজ্যে ভ্যাকসিনের অভাবের জন্য ১৮বছরের উর্ধ্বে ভ্যাকসিনেশন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে বা চালু করা যায়নি।