ট্যুইট কান্ডে নয়া মোড়, সচিন-লতাদের ট্যুইট নয় বরং বিজেপির ট্যুইটের তদন্ত করবে মহারাষ্ট্র সরকার
সংবাদমাধ্যমের অপপ্রচার করা হয়েছে : দাবি মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের
কৃষক আন্দোলন ইস্যুতে একাধিক ট্যুইটের জল্পনা ঘিরতেই, শুরু হয় জল্পনা। একাধিক ট্যুইটের ভাষা একেবারেই এক, আবার কোনো ট্যুইটে ট্যাগ করা হয়েছে বিজেপি নেতাকে। এরপরেই মহারাষ্ট্র সরকারের তরফে যাচাই করা হবে এই সকল ট্যুইটকে, কথা ছিল এমনই। তবে তার মধ্যেই ট্যুইটকাণ্ডে নয়া মোড়। এদিন মহারাষ্ট্র সরকার তরফে খবর, সচিন তেন্ডুলকর ও লতা মঙ্গেশকরদের ট্যুইট নিয়ে তদন্ত করছে না মহারাষ্ট্র সরকার। বরং BJP IT সেলের ট্যুইট নিয়ে তদন্ত চালানো হবে বলেই জানান মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ।
মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ বলেন, "কৃষক আন্দোলন (Farmers' Protest) নিয়ে সচিন তন্ডুলকর, লতা মঙ্গেশকরের ট্যুইটের বিরুদ্ধে তদন্ত করা হবে, এমন কিছু বলা হয়নি। কৃষক আন্দোলন নিয়ে তারকারা যখন ট্যুইট করতে শুরু করেন, সেখানে বিজেপির আইটি সেলের কোনও হাত রয়েছে কিনা, সেই বিষয়টি খতিয়ে দেখা হবে।"
পাশাপাশি মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ আরও বলেন, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। সংবাদমাধ্যমের অপপ্রচার করা হয়েছে। তিনি বলেছিলেন, লতা এবং সচিনদের ট্যুইটের পিছনে বিজেপি আইটি সেলের হাত আছে কিনা, তার তদন্ত হবে।