Happy Father's Day 2022: আজকের বিশেষ দিনে টলিউডের উদযাপনের সাক্ষী হন আপনারাও

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 19/06/2022   শেষ আপডেট: 19/06/2022 10:10 p.m.
facebook.com/iamsaaurav

বাবাদের নিয়ে স্মৃতি রোমন্থনে টলিউড তারকারা

'বাবা', সন্তান ধারণের ক্ষেত্রে যাঁর ভূমিকা মায়ের চেয়ে কোনো অংশেই কম নয়। সন্তানের দায় দায়িত্ব, ভবিষ্যত এর চিন্তন, তাঁকে তাঁর মননে বয়ে নিয়ে চলতে হয় আজীবন। বাবা এমন এক সম্বল, যাঁর বক্ষতলে শিশুরা নিরাপদ, শিশুরা খুঁজে পায় আলোর দিশা। 'পিতা স্বর্গ, পিতা ধর্ম' কথাটি পৃথিবীর অন্যতম শক্তিশালী অভিব্যক্তি। এই একটুকরো শব্দবন্ধ দিয়ে, বাবারা কেমন, সেই প্রশ্নের ক্যানভাসে তুলির টানে ভরে ওঠে। আজ পিতৃ দিবস। টলি দুনিয়ার পাতা ওল্টালে দেখা যাচ্ছে, কম বেশি অনেক তারকার ওয়াল জুড়েই আজ রাজত্ব করছেন এই 'সুপারম্যান'রা। কেউ তাঁদের শারীরিক ভাবে না থাকার স্মৃতির সাগরে ডুব দিচ্ছেন, কেউ বা বা ফেলে আসা 'ভালো দিন'গুলির সিন্দুকের তালা খুলছেন।

ঋতুপর্ণা সেনগুপ্ত - টলিউডের সম্রাজ্ঞী, ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) খুলেছেন স্মৃতির খাতা। একটি সাদা কালো ছবিতে জ্বলজ্বল করছে ঠাকুমা, মা এবং বাবার সঙ্গে তাঁর ছেলেবেলার রঙিন মুহুর্ত। যেখানে স্মৃতিটুকুই তাঁর বর্তমান জীবনের সম্বল।

অপরাজিতা আঢ়্য- আর পাঁচজন শিশুর মত, অভিনেত্রী অপরাজিতা আঢ়্য (Aprajita Adhya) তাঁর এই 'বাবা' নামক সম্বলটিকে নিয়ে অসীম মুহুর্ত যাপনের ভাগীদার হতে পারেননি। খুব ছোটবেলায় ছাড়তে হয়েছে তাঁকে, এই নিরাপদ আশ্রয়ের হাত! তাই জীবনের প্রতি রয়ে গেছে অভিনেত্রী অপরাজিতা আঢ়্যর ক্ষোভ! তিরিশ বছর আগে ছবি তোলার মত 'বিলাসিতা' তাঁদের মত মধ্যবিত্ত পরিবারে ছিল না। তাই বাবার সঙ্গে তাঁর মুহুর্ত বন্দী হওয়াও বড়ই স্বল্প। পাঁচ বছরের জন্মদিনের সাদা কালো ছবিটিই তাঁর সম্বল। সামাজিক মাধ্যমে এই ছবি পোস্ট করে, অভিনেত্রীর আবেগতাড়িত কণ্ঠে ধ্বনিত হয়েছে, বাবার সঙ্গে না থাকার যন্ত্রণা।

শ্রীলেখা মিত্র - অভিনেত্রী শ্রীলেখা মিত্রের (Sreelekha Mitra) কাছে প্রতিটা মুহূর্ত, প্রতিটা ঘণ্টা, প্রতিটা মিনিট পিতৃ দিবস। আজ শারীরিক ভাবে তাঁর সঙ্গে তাঁর বাবা নেই। কিন্তু তাঁর বাবা তাঁর জীবনের 'লাঠি' ছিলেন। তাঁর বিশ্বাস, আবার তিনি একদিন ঠিক ফিরে পাবেন তাঁর এই 'আশ্রয়'কে। বাবার প্রতি আবেগঘন পোস্ট করেছেন অভিনেত্রী।

কোয়েল মল্লিক- তাঁকে টলিউডের রাজকন্যা বলা হয়। অভিনেতা রঞ্জিত মল্লিক কন্যা, কোয়েল মল্লিক (Koel Mallick) চির বাবা-সোহাগী! এখন তিনি মাতৃত্বের স্বাদও আস্বাদন করছেন। নিজের সঙ্গে বাবার ছবি দেওয়ার সঙ্গে তাই, দিয়েছেন তাঁর সন্তান কবির এবং স্বামী নিসপাল সিংহ রানের মুহুর্ত যাপনের ছবিও।

সোলাঙ্কি রায় - বাবা তাঁর বন্ধু যেমন, তেমনই তাঁর জীবনে এগিয়ে চলার মন্ত্র এবং পথ নির্দেশক। বাবার সঙ্গে একটি হাসিখুশি মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী সোলাঙ্কি রায় (Solanki Roy), তাঁর সামাজিক মাধ্যমটিতে।

নুসরত জাহান- সকল মেয়ের মতোই, অভিনেত্রী নুসরত জাহানের (Nusrat Jahan) বাবাও তাঁর প্রথম 'হিরো'। আজকের দিনে তিনিও বাবার সঙ্গে ফিরে গেলেন, ছেলেবেলার দিনগুলোতে।

ঐন্দ্রিলা সেন - টলিউডে শিশুশিল্পী হিসেবে হাতেখড়ি হয়েছিল ঐন্দ্রিলা সেনের (Oindrila Sen)। সেই থেকে তিনি দর্শকের ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন। কয়েক বছর আগে, তিনি পিতৃহারা হন। তাঁর কষ্ট, তাঁর অনুগামীদের ব্যক্তিগত হয়ে ওঠে। তিনিও বিশ্বাস করেন, তাঁর বাবা তাঁর সঙ্গেই আছেন প্রতি মুহুর্ত।

ঋদ্ধিমা ঘোষ - অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ (Ridhima Ghosh) আজকের দিনে, বাবার সঙ্গে এবং শ্বশুর অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর ছবি সামাজিক মাধ্যমে দিয়ে মুহুর্ত উদযাপন করেছেন।

রোহন ভট্টাচার্য - 'ভজ গোবিন্দ' খ্যাত রোহন ভট্টাচার্য (Rohan Bhattacharjee), দূরে গেছেন ফেলে আসা 'ভালো সময়ের' দিনগুলিতে। যখন তাঁর কাছে তাঁর বিশ্ব হাতের মুঠোয় ছিল। বাবা এবং মায়ের সংস্পর্শে তাঁর দিনগুলি ছিল রঙিন। আজ তাঁর বাবা নেই। কিন্তু স্মৃতিগুলোই এখন আগামীর সম্পদ তাঁর কাছে।

শ্রীমা ভট্টাচার্য - অভিনেত্রী শ্রীমা (Shreema Bhattacharjee) নাকি ছোটবেলায় ভয় পেতেন তাঁর বাবাকে। কিন্তু বাবা রাতে বাড়ি ফিরতে দেরি করলে, তিনিই কেঁদে ভাসাতেন। হয়তো 'আদর্শ মেয়ে' হয়ে উঠতে পারেননি ছোটবেলায়, তাই বাবার মারও খেতে হয়েছে তাঁকে। কিন্তু আজ তাঁর বাবাকে কেউ 'শ্রীমা'র বাবা' পরিচয় দিলে, তাঁর বাবা যারপরনাই গর্ব বোধ করে ওঠেন।

দেবলীনা কুমার - সময় বদলালেও, বদলায়না রাজা এবং তাঁর রাজকন্যার সম্পর্ক। তার প্রমাণ দিলেন অভিনেত্রী দেবলীনা কুমার (Devlina Kumar)। ছোটবেলায় যেভাবে বাবার আদুরীটি তিনি ছিলেন, এখনও তাইই আছেন।

এছাড়াও ছবি শেয়ার করেছেন মিমি চক্রবর্তী, সোহম, রাজ চক্রবর্তী, প্রিয়াঙ্কা ভট্টাচার্য।

ইউভানের ছবি শেয়ার করে ক্যাপশনে রাজ চক্রবর্তীকেও পিতৃ দিবসের শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী।