Higher Secondary 2025 : প্রকাশিত হল উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল
উচ্চমাধ্যমিক ২০২৫ : প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল, প্রাপ্ত নম্বর ৪৯৭
অপেক্ষার অবসান, প্রকাশিত উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে দুপুর সাড়ে বারোটায় সাংবাদিক সম্মেলন করে প্রকাশ করা হল এবছরের উচ্চমাধ্যমিকের ফলাফল। এগিয়ে পূর্ব মেদিনীপুর (৯৫.৭৪ শতাংশ), উত্তর ২৪ পরগনা (৯৩.৫৩ শতাংশ) , কলকাতা (৯৩.৪৩ শতাংশ)।
প্রথম দশে রয়েছেন ৭২ জন। উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল। প্রাপ্ত নম্বর ৪৯৭ ।
আজ বেলা দুপুর দুটো থেকে সংসদের দেওয়া বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। আগামীকাল অর্থাৎ ৮ মে মিলবে মার্কশিট ও শংসাপত্র।
আরও পড়ুন
প্রসঙ্গত গত ৩ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। চলেছিল ১৮ মার্চ পর্যন্ত। পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যেই চলতি বছরের ফলপ্রকাশ। ২০২৫ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার। ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা ছিল ৪৭ হাজার ৫৭১ জন বেশি।