রাজ্যে কর্মসংস্থানের সুযোগ, NRS মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হবে কর্মী নিয়োগ
আবেদনের শেষ তারিখ ৯ ডিসেম্বর ২০২২
রাজ্যে ফের কর্মসংস্থানের সুযোগ। সরকারি হাসপাতালে চলছে নিয়োগ। নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ৯ ডিসেম্বর ২০২২। শূন্যপদ ২টি। একটি এসটি বিভাগের প্রার্থীদের জন্য এবং একটি সাধারণ বিভাগের প্রার্থীদের জন্য।
বয়সসীমাতে রয়েছে বাড়তি সুযোগ। ২০২৪ সালের জানুয়ারি মাস অনুয়ায়ী আবেদনকারীর বয়স ৬০ বছরের মধ্যে হতে হবে।
কী কী যোগ্যতা থাকতে হবে আবেদনকারীর :
• আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত বিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে।
• রাজ্য বা কেন্দ্র সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে।
• থাকতে হবে প্যারা মেডিক্যাল কাউন্সিলের অধীনে রেজিস্ট্রেশন।
• এমএস অফিসের উপর দক্ষতা থাকতে হবে প্রার্থীর।
• ব্লাড ব্যাঙ্কিং-এ ডিগ্রির ক্ষেত্রে ন্যূনতম ৬ মাসের অভিজ্ঞতা থাকতে হবে। এবং ডিপ্লোমার ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
• পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে ভাল। তবে ডিগ্রির পর ন্যূনতম ২ বছরের এবং ডিপ্লোমার পর ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে ভাল।
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের। বেতন প্রতি মাসে ১৩ হাজার টাকা। ইচ্ছুক প্রার্থীরা https://www.nrsmc.edu.in/ এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত জানতে পারবেন।