প্রশ্ন ফাঁস রুখতে নয়া পদক্ষেপ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের, বসছে CCTV
১৬ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে
মাধ্যমিক পরীক্ষায় টানা তিনদিন প্রশ্ন ফাঁসের পরেই নড়েচড়ে বসল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবার কড়া নজরদারির মোড়কে আবদ্ধ হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। উচ্চমাধ্যমিকের পরীক্ষা কেন্দ্রগুলিতে কড়া নজরদারির কথা জানিয়ে সোমবার বিজ্ঞপ্তি জারি করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। শুধু তাই নয়, ওই সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংরক্ষণেরও নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। সকাল ৯টা বেজে ৪৫ মিনিটে শুরু হবে পরীক্ষা। চলবে দুপুর একটা পর্যন্ত। আর তার আগেই নয়া পদক্ষেপ উচ্চমাধ্যমিক সংসদের।
আরও পড়ুন
সোমবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে নির্দেশিকায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশের মুখে এবং সুপারভাইজারের ঘরে সিসি ক্যামেরা লাগানোর কথা বলা হয়েছে। ভেনু সুপারভাইজারের কাছে সংরক্ষিত থাকবে এই ফুটেজ।