ডাক্তারিতে ভরতির নামে জালিয়াতি
গ্রেপ্তার চক্রের চাঁই
মধ্য কলকাতার হেয়ার স্ট্রিটে রীতিমতো অফিস খোলা হয়েছিল সংস্থার নামে৷ খবরের কাগজে বিজ্ঞাপনও দেওয়া হয়েছিল৷ সেখানে বলা হয়েছিল, ‘সেন্ট্রাল পুল কোটা’ নামের প্রকল্পে মেডিক্যাল কলেজে ভরতির ব্যবস্থার করবে ওই সংস্থা৷ পরে জানা যায় পুরোটাই জালিয়াতি৷ পুলিশ প্রতারিত এক অধ্যাপিকার অভিযোগের ভিত্তিতে এই চক্রের চাঁই অনীশ বিশ্বাসকে গ্রেপ্তার করে আদালতে তোলে মঙ্গলবার৷
বেহালার একটি কলেজের ওই অধ্যাপিকা বিজ্ঞাপন দেখে ছেলেকে মেডিক্যাল কলেজে ভর্তি করানোর জন্য সংস্থাটির সঙ্গে যোগাযোগ করেন৷ তাঁকে জানানো হয়, কেন্দ্রীয় কোটায় রাখা কিছু সিটে ভরতি করার ক্ষমতা রয়েছে শুধু ওই সংস্থার৷ ২৫ লাখ টাকা পেলে তারা কোচবিহার মেডিক্যাল কলেজে অধ্যাপিকার ছেলের ভর্তির ব্যবস্থা করবে৷ অধ্যাপিকা টাকা জমা দেন৷ সংস্থার কর্তা অনীশ বিশ্বাস তাঁকে দিল্লির একটি বিশ্ববিদ্যালয়ের কিছু নথি পাঠান৷ মনে সন্দেহ জাগায় অধ্যাপিকা কাগজপত্র পাঠান দিল্লির ওই বিশ্ববিদ্যালয় দপ্তরে৷ ধরা পড়ে যায় জালিয়াতি৷
অনীশের কাছে টাকা ফেরত চেয়ে না পাওয়ায় ওই অধ্যাপিকা হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন৷ গ্রেপ্তার হন অনীশ৷ আদালতে তোলা হলে বিচারক তাঁকে ৫ ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন৷