দ্বিতীয় দফার আগে দেখে নেওয়া যাক কতজন প্রার্থী আছেন কোটিপতি, আর কত জনের উপরেই বা আছে খুনের মামলা
নির্বাচন কমিশনের হলফনামা অনুযায়ী এই তালিকা তৈরি করা হয়েছে।
দ্বিতীয় দফার নির্বাচন প্রায় দোরগোড়ায়। এই পরিস্থিতিতে দ্বিতীয় দফাতে যে সমস্ত প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে তাদের মধ্যে বেশ কয়েকজন হেভিওয়েটের নাম রয়েছে। কিন্তু তাদের সম্পত্তির পরিমাণ কিন্তু অনেকটা অন্যরকম। জানা যাচ্ছে যে সমস্ত বিধায়ক আছেন, তাদের মধ্যে সম্পত্তি সব থেকে কমে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সম্পত্তির পরিমাণ সবথেকে বেশি বৃদ্ধি হয়েছে পাঁশকুড়ার সিপিএম প্রার্থী ইব্রাহিম আলী শেখের। হলফনামা অনুযায়ী ইব্রাহিম আলী শেখের সম্পত্তি বেড়েছে ২১৪১.৪৮ শতাংশ। অন্যদিকে সবথেকে বেশি সম্পত্তি রয়েছে ভারতী ঘোষের। তালিকা অনুযায়ী দ্বিতীয় দফার প্রার্থীদের মধ্যে ৫ কোটি থেকে বেশি সম্পদ রয়েছে ৮ জনের কাছে। ২ থেকে ৫ কোটি টাকা রয়েছে ৯ জনের কাছে। ৫০ লাখ থেকে ২ কোটি টাকা রয়েছে ৪১ জনের কাছে। ১০ লক্ষ টাকা থেকে ৫০ লক্ষ টাকা রয়েছে ৫৪ জনের কাছে এবং ১০ লক্ষ টাকার কম টাকা রয়েছে ৫৯ জনের কাছে।
অন্যদিকে সবথেকে ধনী প্রার্থী হলেন ভারতী ঘোষ। তার সম্পত্তির পরিমাণ ১৯ কোটি টাকা। দ্বিতীয় দীপঙ্কর জানা, ১৪ কোটি টাকার সম্পত্তি। তৃতীয় হলেন অনুপ চক্রবর্তী যার কাছে আছে ৮ কোটি টাকার সম্পত্তি। সাধন চট্টরাজ সবথেকে কম সম্পত্তির মালিক। তার কাছে সম্পত্তি বলতে আছে শুধুমাত্র ৫০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ১০১ জন স্নাতক রয়েছেন। ৬৩ জনের শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। ২ জনের কাছে আছে ডিপ্লোমা এবং ৪ জন শুধুমাত্র স্বাক্ষর। অন্যদিকে ফৌজদারি মামলার হিসেবে বিজেপি সবথেকে উপরে। বিজেপির ৩০ জন প্রার্থীর মধ্যে ১৬ জনের ওপরে ফৌজদারি মামলা চলছে। তৃণমূলের ৩০ জনের মধ্যে ৫ জনের ওপর চলছে মামলা। সিপিএমের ১৫ জনের মধ্যে ৬ জনের ওপরে আছে মামলা। এবং কংগ্রেসের ৯ জনের মধ্যে ২ জনের ওপরে মামলা আছে। জানা যাচ্ছে এই প্রার্থীদের মধ্যে সর্বমোট ৬ জনের বিরুদ্ধে খুনের মামলা আছে