২৩ জানুয়ারি "জাতীয় ছুটি" ঘোষণা করার দাবি জানিয়ে মোদীকে চিঠি মমতার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 19/11/2020   শেষ আপডেট: 19/11/2020 4:37 a.m.
-

"জাতীয় ছুটি" ঘোষণা এবং নেতাজী অন্তর্ধান রহস্যের ব্যাপারে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত হস্তক্ষেপ চান মুখ্যমন্ত্রী

২০২২ সালে নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী। তার আগেই নেতাজীর জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণা করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা মনে করেন সারাদেশে যে নিষ্ঠার সাথে নেতাজীর জন্মদিন পালিত হয় তাতে এই ‘জাতীয় বীর’-‘জাতীয় নেতা’—র জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণার দাবী রাখে।

একইসাথে এদিনের এই দু-পাতার চিঠিতে কেন্দ্রীয় সরকারকে নেতাজী অন্তর্ধান রহস্যের বিষয়েও হস্তক্ষেপ করার দাবি জানিয়েছেন মমতা। আর এই সবটা নিয়ে মোদীকে ‘ব্যাক্তিগত ভাবে’ উদ্যোগী হতে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। বাম আমলেও সরকারি তরফে কেন্দ্রের কাছে ২৩ জানুয়ারিকে জাতীয় ছুটি ঘোষণার দাবি জানানো হয়েছিল। কিন্তু এরকমভাবে মুখ্যমন্ত্রীর সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি লেখার ঘটনা আগে ঘটেনি।