তলব সত্ত্বেও অনুপস্থিত মুখ্যসচিব-ডিজিপি, ‘অমার্জনীয় সাংবিধানিক গাফিলতি’ বলে তোপ রাজ্যপালের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 12/01/2022   শেষ আপডেট: 12/01/2022 3:09 p.m.
https://twitter.com/jdhankhar1

‘কেন নেতাই গ্রামে ঢুকতে দেওয়া হয়নি শুভেন্দু অধিকারীকে?’ সেবিষয়েই তলব করা হয় তাঁদের

ফের রাজ্য প্রশাসনের সাথে সংঘাতে জড়ালেন রাজ্যের সাংবিধানিক প্রধান জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। রাজ্যপালের তলব অমান্য করে রাজ্যের মুখ্যসচিব (Chief Secretary) এবং পুলিশের ডিজি (DGP) রাজভবনের বৈঠকে অনুপস্থিত থাকায় টুইটে প্রশাসনের কড়া সমালোচনা করতে শোনা গেল ধনখড়কে। এমনকি প্রশাসনের শীর্ষ আধিকারিকদের কাজকে ‘অমার্জনীয় সাংবিধানিক গাফিলতি’ বলে তোপ দাগলেন রাজ্যপাল।

নেতাই (Netai) গ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) ঢুকতে দেওয়া হয়নি কেন? সে বিষয়ে জানতে চাওয়ার জন্যই দুই আধিকারিককে আজ ডাকা হয়েছিল রাজভবনে। সকাল সাড়ে ১০ টায় তাঁদের ডাকা হলেও বেলা দুপুর অবধি দেখা পাওয়া যায়নি দু’জনেরই। আর এরপরেই বেলা ১২ টা নাগাদ ফের টুইট বোমা ফাটান রাজ্যপাল। ফাঁকা হলঘরের ভিডিও পোস্ট করে তিনি লেখেন, তিনদিনের মধ্যে দু’বার রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজি তাঁর বৈঠক ‘বয়কট’ করেছেন। ঘটনাটিকে ‘অমার্জনীয় সাংবিধানিক গাফিলতি’ আখ্যা দিয়ে ধনখড় লেখেন, ‘রাজ্যে আইনের শাসন চলছে না, শাসকের শাসন চলছে’।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি নেতাই গ্রামে একটি অনুষ্ঠানে যোগদান করতে যান বিরোধী দলনেতা শুভেন্দু। কিন্তু সেখানে আগে থেকেই আরও একটি অনুষ্ঠান চলায় তাঁকে অপেক্ষা করতে বলেন উপস্থিত পুলিশ আধিকারিক। এরই পরিপ্রেক্ষিতে রাজ্যপালের কাছে নালিশ জানান শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, ১০ জানুয়ারিও একই বিষয়ে তলব করা হয়েছিল মুখ্যসচিব এবং ডিজিপি’কে। কিন্তু তখনও রাজ্যপালের সাথে সাক্ষাৎ ‘এড়িয়ে’ যান তাঁরা। আর আজ দ্বিতীয়বারের জন্য সেই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় বিতর্কিত টুইট করলেন ক্ষুব্ধ রাজ্যপাল।