নির্বাচনে বাংলায় আসছে উত্তরপ্রদেশ পুলিশ, বিরোধিতা করে কমিশনের দ্বারস্থ তৃণমূল

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 25/03/2021   শেষ আপডেট: 25/03/2021 5:30 p.m.
facebook.com/ECI

৩০ কোম্পানি সশস্ত্র উত্তরপ্রদেশ পুলিশ বাংলায় ভোট পরিচালনার জন্য আসতে পারে

একুশে বাংলা বিধানসভার নির্বাচন দোড়গোড়ায় এসে উপস্থিত হয়েছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠানো শুরু করে দিয়েছে সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য। আগামী ২৭ মার্চ প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন কমিশন বাংলার ভোট পরিচালনার জন্য উত্তরপ্রদেশ থেকে ৩০ কোম্পানি সশস্ত্র পুলিশ বাহিনী আনতে চলেছে। আর এই খবর পেয়ে তীব্র বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের তরফে সাংসদ ডেরেক ও'ব্রায়েন নির্বাচন কমিশনকে চিঠি লিখে বলেছেন, "নির্বাচনের জন্য কোন অ-বিজেপি রাজ্য থেকে পুলিশ আনলে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বিজেপি শাসিত উত্তরপ্রদেশ রাজ্য থেকে পুলিশ আনলে পক্ষপাতিত্বের সম্ভাবনা থাকবে। যেহেতু উত্তরপ্রদেশ রাজ্য এবং মুখ্যমন্ত্রী গেরুয়া শাসিত তাই তাদের রাজ্য পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।"

এছাড়াও এদিন নির্বাচন কমিশনকে ডেরেক ও'ব্রায়েন কেন্দ্রীয় এজেন্সির ক্ষমতার অপব্যবহার প্রসঙ্গে অভিযোগ জানিয়েছেন। তিনি বলেছেন, "নির্বাচনের রীতি অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীরা নির্বাচনের আগে তাদের সরকারি ক্ষমতা ব্যবহার করছে না। কিন্তু অন্যদিকে ইডি, সিবিআই, এনআইএ এর মত কেন্দ্রীয় সংস্থা কেন্দ্রের নির্দেশে নির্বাচন প্রাক্কালে পুরনো কোনো মামলা নিয়ে তৃণমূল প্রার্থীদের তলব করছে। অথচ একই ধরনের মামলায় জড়িত বিজেপি নেতাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।"