কেউ ভাজছেন আলু তো, কেউ খেললেন ক্যারাম, ভোটের আগে সুপার সানডে তে TMC ও BJP এর জমজমাট প্রচার মেদিনীপুরে
অভিনেত্রী জুন মালিয়া ভাজলেন এক কর্মীর বাড়িতে আলু। হিরন কর্মীদের পড়ালেন স্বচ্ছ ভারতের পাঠ।
প্রায় শিয়রে বিধানসভা নির্বাচন। তার আগেই প্রচার এবং জনপ্রতিনিধিরা ব্যস্ত মানুষের মন জয় করার উদ্দেশ্যে। পিছিয়ে নেই তারকা প্রার্থীরাও। ইতিমধ্যেই, নিজের কেন্দ্রে একেবারে জোর কদমে চলছে সায়নী ঘোষের প্রচার। আর এবারে মাঠে নামলেন জুন মালিয়া। তিনি পশ্চিম মেদিনীপুরের একটি আসন থেকে প্রার্থী হচ্ছেন। আর সেই আসনের একজন কর্মীর বাড়িতে তিনি গিয়ে রান্না করলেন। ওই কর্মী জানিয়েছেন , জুন রান্না টা বেশ ভালই করেছেন। তিনি এসেছিলেন পিরাকাটা ব্লকে জন সংযোগ কর্মসূচিতে। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখিয়ে দেওয়া পথেই হাঁটলেন জুন। দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি চায়ের দোকানে চা বানিয়ে ছিলেন। সেই একই রকম কাজ করলেন এদিন জুন মালিয়া।
অভিনেতা হিরণ আবার সকলকে পরিচ্ছন্নতার পাঠ পড়ালেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু করেছিলেন স্বচ্ছ ভারত অভিযান। আর এদিন সেই স্বচ্ছ ভারত অভিযানের একটি নমুনা রাখেন। হিরন এদিন প্রচারে এসেছিলেন খড়গপুর সদর আসনটি থেকে। সেখান থেকে বিজেপির সূত্রে জানানো হয়, হিরনের জন্য খাবারের আয়োজন করা হয়েছে ওই অঞ্চলে। কর্মীদের সঙ্গে বসে অাহার করলেন হিরণ। কিন্তু যখন পাতা পরিষ্কার করতে যাওয়া হয় তখন কয়েকটি পাতা নিচে পড়ে যায়। সেই সমস্ত নিচে পড়ে যাওয়া প্লেট হিরন নিজে তুলে ডাস্টবিনে ফেলে দেন। তার পাশাপাশি তিনি কর্মীদের বার্তা দিলেন স্বচ্ছ ভারত অভিযানের।
অন্যদিকে ডেবরার বিজেপি প্রার্থী ভারতী ঘোষ মাতলেন খেলায়। এবারের নির্বাচনে খেলা হবে একটি অন্যতম ডায়লগ হিসেবে উঠে এসেছে। আর এদিন সত্তিকারের খেলায় মাতলেন ভারতী ঘোষ। তবে এখানে কিন্তু কোন নির্বাচনের খেলা নয়, এটি স্রেফ ক্যারাম খেলা। তিনি বলেছেন, "সারাদিনের কাজকর্ম সেরে সন্ধ্যেবেলা সবথেকে ভালো সময় ক্যারাম খেলার। লাল গুটির পিছনে পড়ে থেকে তার থেকে আগে নিজের গুটি ফেলা ভালো।"