এখন আর দুয়ারে সরকার বলছে না, শুধু বলছে দুয়ারে সিবিআই, ডানলপ এর সভা থেকে তৃণমূলকে কটাক্ষ শুভেন্দুর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 23/02/2021   শেষ আপডেট: 23/02/2021 2:52 p.m.
-facebook

মমতার একুশে খেলা হবে মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, "আমরাও গোল দিতে জানি।"

প্রকাশ্য জনসভায় অভিযোগের বিরুদ্ধে তিনি অভিযোগ তুলেছিলেন, ব্যাংককে ব্যাংকে অভিষেক টাকা জমিয়ে রেখেছেন। এবারে গরু পাচারের অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার ডায়েরি নিয়ে ময়দানে নামার হুমকি দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এ দিন সোমবার সাহাগঞ্জ ডানলপ মাঠে প্রধানমন্ত্রী মোদির সভা মঞ্চ থেকে বক্তৃতা দিলেন। সেখানে তিনি ফিরহাদ হাকিম এর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। পাশাপাশি সেই মঞ্চে রাজীব বন্দ্যোপাধ্যায় কেও দেখা গিয়েছে। তিনিও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তোপ দেগেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের 'একুশে একটা খেলা হবে' মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন, 'আমিও গোল দিতে জানি"।

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তার স্ত্রী রুজিরাকে জিজ্ঞাসাবাদের নোটিশ ধরিয়ে এসেছে সিবিআই। জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এছাড়াও সোমবার অভিষেকের শ্যালিকার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার গোয়েন্দারা। তা কিছুক্ষণের মধ্যেই ডানলপের সভা থেকে দুর্নীতির অভিযোগ তুললেন রাজীব বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। শুভেন্দু অভিযোগ তুলেছেন, "গতবারে থাইল্যান্ডের ব্যাংকের রশিদ দেখিয়েছিলাম। এবারে পুরো লালার ডায়েরি নিয়ে মাঠে নামব। তৃণমূল কংগ্রেস সাবধান হয়ে যাও।" পাশাপাশি তিনি কটাক্ষ করেছেন, "এখন আর দুয়ারে সরকার নেই, শুধুই দুয়ারে সিবিআই।" প্রসঙ্গত, রবিবার বাবুল সুপ্রিয় আসানসোলে একটি নতুন স্লোগান বের করেছিলেন। তিনি একটি জনসভায় বলেছিলেন, "কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, ভাইপো যাবে শ্রীঘরে।" সোমবার শুভেন্দুর মুখে এই ছন্দ আবারো শোনা গেল।