'দুয়ারে সরকার প্রকল্প সর্বত্র প্রশংসিত হয়েছে', পরিসংখ্যান তুলে উচ্ছ্বসিত মমতা
বিরোধীরা বিধানসভাকে বিধানসভা বলে মনেই করেন না!
আজ বিধানসভার অধিবেশন শুরু হওয়ার পরেই বিরোধী দলগুলিকে একহাত নিলেন, মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর কটাক্ষ, "বিরোধীরা বিধানসভাকে বিধানসভা বলে মনেই করেন না। যখন ইচ্ছা হয়, তখন আসেন, যখন ইচ্ছা হয় না তখন আসেন না। এতে আমার মর্মবেদনা হয়, তবে খারাপ লাগে না।"
এরপরেই বিরোধীদের ছেড়ে মুখ্যমন্ত্রীর মুখে ফের উঠে আসে সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের কথা। তিনি বলেন, "মানুষটা চলে গেল হঠাৎ করে। পাশে বসেই আড্ডা মারতেন। তাঁর তো কোভিড হয়নি। কিন্তু হঠাৎ হার্ট অ্যাটাকে চলে গেলেন। কিছু জিনিস মানা যায় না।"
এরপরেই সব বেদনা ভুলে, নতুন বিধায়কদের অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আপনারা যাঁরা মানুষের ভোটে জিতে এসেছেন, তাঁদের অভিনন্দন। তবে মানুষের জন্য কাজ করতেই এখানে এসেছেন, সেটা মনে রাখবেন। আমরা আমাদের ভালোবাসা আশীর্বাদ পেয়েছি। মানুষের আশীর্বাদ অহঙ্কার করার জায়গা নয়। আর বিরোধীদেরও বলব শুভ বিজয়া, শুভ দীপাবলি, শুভ ছট পুজো এবং শুভ অহঙ্কার।"
প্রসঙ্গত, এদিন শপথ নেন উপনির্বাচনে চার কেন্দ্রের জয়ী প্রার্থীরা। আর সেখানেই নিজের বক্তৃতার মধ্যে রাজ্যের বিভিন্ন প্রকল্পের খতিয়ান তুলে, মুখ্যমন্ত্রীর বক্তব্য, "দুয়ারে সরকার প্রকল্প সর্বত্র প্রশংসিত হয়েছে। বিশ্বের সেরা প্রকল্প হবে তা। তিন কোটি মানুষ এই ক্যাম্পে পৌঁছেছেন। ১৬ নভেম্বর থেকে ফের শুরু হবে দুয়ারে সরকার প্রকল্প। দুয়ারে রেশন প্রকল্পও শুরু হবে দুয়ারে রেশন প্রকল্প। লক্ষ্মীর ভান্ডারে উপকৃত হয়েছেন বহু মহিলা। শীঘ্রই শুরু হবে পাড়ায় পাড়ায় সমাধানের কাজ। স্টুডেন্টস ক্রেডিট কার্ডে কয়েক লক্ষ ছাত্র-ছাত্রী উপকৃত হয়েছে।"