শিশুদের বিনামূল্যে টিকা দেবে রাজ্য সরকার, ঘোষণা স্বাস্থ্য দফতরের
রোগ থেকে বাঁচতে টিকাকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ
'নিউমোনিয়া' শব্দটার সঙ্গে কম-বেশি আমরা সকলেই পরিচিত। ফুসফুসের সংক্রমণ থেকে ভয়াবহ আকার নেয় এই রোগ। পরিসংখ্যান বলছে, প্রতিবছর প্রায় ৮ লক্ষেরও বেশি শিশু এই নিউমোনিয়ায় আক্রান্ত হয়। কাজেই, এই রোগ থেকে বাঁচতে টিকাকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বেসরকারি হাসপাতাল থেকে এই টিকা দিতে কমপক্ষে দেড় হাজার টাকা খরচ হয়। তবে এবার এই নিউমোকক্কাল টিকা একেবারে বিনামূল্যে দেবে সরকার।
রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী অক্টোবর মাস থেকেই রাজ্যের টিকাকরণ কর্মসূচির আওতায় নিয়ে আসা হচ্ছে এই টিকাকে। এর ফলে কোভিড মোকাবিলার ক্ষেত্রেও কিছুটা সুবিধা হবে শিশুদের।
এর ফলে নিউমোকক্কাল টিকা বাবদ এক টাকাও অভিভাবকদের খরচ করতে হবে না। মূলত ১ বছরের কম বয়সী শিশুদের নিউমোনিয়া, কানের বিভিন্ন সংক্রমণ রোধ করার জন্য এই টিকা দেওয়া হয়। এবার WHO-র নির্দেশ মেনে এই টিকা শিশুদের দেওয়া হবে।