নন্দীগ্রামের ভোটার হলেন শুভেন্দু অধিকারী, আজকেই মনোনয়ন পেশ
ভূমিপুত্র ট্রাম্প কার্ড খেলার জন্যই তার এই বুথকেন্দ্র পরিবর্তন বলে জানাচ্ছে রাজনৈতিক মহল
এতদিন ধরে ছিলেন হলদিয়ার ভোটার, একেবারে আনুষ্ঠানিকভাবে নন্দীগ্রামের ভোটার হলেন নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ভূমিপুত্র কার্ড আরো ভালোভাবে খেলার জন্যই শুভেন্দু অধিকারী হলদিয়া ছেড়ে নন্দীগ্রামের প্রার্থী হলেন শুভেন্দু অধিকারী। এবারে তার বুথ হয়েছে নন্দীগ্রামের নন্দনায়কবাড় প্রাথমিক বিদ্যালয়। আজকেই নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিতে চলেছেন শুভেন্দু অধিকারী। তার বিপরীতে প্রার্থী হবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা। এতদিন ধরে শুভেন্দু অধিকারী বারবার বলে যাচ্ছেন, ভূমিপুত্র কে চাইছে নন্দীগ্রাম, কোন বহিরাগত কে না। এই আক্রমণের প্রতি আক্রমণ করতে মমতা বন্দ্যোপাধ্যায়।
যখন শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে একের পর এক আক্রমণ করে চলেছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে নিজের দিকে টানা চেষ্টা করে চলেছেন। নন্দীগ্রামে প্রচারে গিয়ে তিনি বললেন, "ভুলতে পারি সবার নাম, ভুলবো নাকো নন্দীগ্রাম।" নন্দীগ্রামে দাঁড়িয়ে বহিরাগত তত্ত্বের পাল্টা জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেছেন, "আমাকে বহিরাগত বলছেন! যারা এতদিন ধরে গুজরাট থেকে আসছে, রাজস্থান থেকে আসছে তারা বাংলা লোক হয়ে গেল?" দুই পক্ষের বাকযুদ্ধ বরাবর চলে আসছে। আর এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল-বিজেপি দ্বন্দ্বে একেবারে সরগরম থাকবে নন্দীগ্রাম।