এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রার্থী হতে পারেন বেশ কিছু ছাত্র নেতা, জল্পনা তুঙ্গে
তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, প্রাক্তন সভানেত্রী জয়া দত্ত সহ গৌতম ভট্টাচার্য, দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা সহ আরো অনেক নেতা তৃণমূলের হয়ে এবারে টিকিট পেতে চলেছেন।
আর দু একদিনের মধ্যেই ঘোষণা হয়ে যাবে এবার তৃণমূলের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা। এবারে ছাত্র যুব নয়নের মনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে রয়েছে কিন্তু বেশ কয়েকজন ছাত্র নেতা নেত্রীদের নাম। মনে করা হচ্ছে অনেকেই কিন্তু তৃণমূলের প্রার্থী তালিকায় টিকিট পেতে চলেছেন।এবারে প্রার্থী তালিকায় বাছাইয়ের ক্ষেত্রে কিছু ছাত্রনেতার নাম থাকতে পারে বলে মনে করা হচ্ছে। জল্পনা রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, প্রাক্তন সভানেত্রী জয়া দত্ত সহ গৌতম ভট্টাচার্য, দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা সহ আরো অনেক নেতা তৃণমূলের হয়ে এবারে টিকিট পেতে চলেছেন। প্রাক্তন ছাত্র নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় এবারের নির্বাচনে টিকিট পেতে চলেছেন।
দক্ষিণ ২৪ পরগনার যেকোনো একটি আসনে তাকে প্রার্থী করা হতে পারে। মমতাদি আরেকবার এবং খেলা হবে এই দুটি গান তৈরি করে ছাত্রছাত্রীদের মধ্যে জনপ্রিয়তা তৈরি করে দিয়েছেন দেবাংশু। অন্যদিকে তিনিও বর্তমানে রাজনীতিতে বেশ পরিচিত একটি মুখ হয়ে উঠে এসেছেন। অল্প বয়সে তাকে যদি টিকিট দেওয়া হয় তাহলে তার সম্পূর্ণ মূল্যায়ন করা সম্ভব হবে বলে ধারণা তৃণমূল কর্তৃপক্ষের। অন্যদিকে মমতা ব্যানার্জি বারবার ছোটদের মধ্যে থেকে নেতৃত্ব তুলে আনার কথা ঘোষণা করছেন। পাশাপাশি জয়া দত্ত প্রাক্তন ছাত্র নেত্রী হিসেবে বেশ জনপ্রিয়। সুদীপ খুব ভালো বক্তা এবং সংগঠনে বেশ পরিচিত।গৌতম ভট্টাচার্য স্বচ্ছ ভাবমূর্তি এবং কঠোর মনোভাবের জন্য বেশ জনপ্রিয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবছেন, এবারের নির্বাচনে লড়াইয়ে তিনি নামাতে চলেছে নতুন প্রজন্মকে। বালি থেকে দেবাংশু কে প্রার্থী করা হতে পারে। অন্যদিকে উত্তর ২৪ পরগনা জেলার কোন একটি আসন থেকে প্রার্থী করা হবে জয়া দত্ত আর গৌতম কে। যদিও এখনও পর্যন্ত এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি তৃণমূল।