বুথের ১০০ মিটারের মধ্যে থাকতে পারবে রাজ্যপুলিশ, নয়া নির্দেশিকা নির্বাচন কমিশনের
প্রথম দফার নির্বাচনের জন্য মোট ১১ হাজার ৪১৫ রাজ্য পুলিশ আধিকারিক নিয়োজিত হয়েছে
বাংলায় একুশে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে। নির্বাচন কমিশন এবারের ভোটগ্রহণ ৮ দফায় করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি খতিয়ে দেখে নেওয়া শুরু করে দিয়েছে। কিছুদিন আগে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছিল যে এবারের নির্বাচনে ভোটগ্রহণকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে থাকতে পারবে না রাজ্য পুলিশ। ওই জায়গায় দায়িত্বে থাকবে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী। কিন্তু এই বিষয় নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। একদিকে বিজেপি দাবি করে যে শুধুমাত্র আধাসেনাকে নিয়োগ করা যাবে, আবার অন্যদিকে শাসকদল তৃণমূল কংগ্রেস কমিশনের দ্বারস্থ হয় রাজ্য পুলিশের ব্যবহার নিয়ে। তারা দাবি করে ভোটকেন্দ্রে রাজ্য পুলিশ না থাকলে ভাষাগত সমস্যায় পড়তে হতে পারে সাধারণ মানুষকে।
এবার নির্বাচন কমিশন আজ ১০০ মিটারের নিষেধাজ্ঞা তুলে দিয়েছে। বুথের ভিড় নিয়ন্ত্রণ করতে রাজ্য পুলিশকেও রাখা হবে। নির্বাচন কমিশনের তরফ জানানো হয়েছে যে সামগ্রিক পরিস্থিতি বিচার বিবেচনা করে এই পরিকল্পনা নির্ধারিত করা হয়েছে। নির্বাচনে পর্যাপ্ত ও প্রয়োজনমতো আধাসেনা ও রাজ্য পুলিশের জওয়ান ব্যবহার করা হবে। প্রথম দফার নির্বাচনে স্পর্শকাতর ভোটগ্রহণ কেন্দ্রের কথা মাথায় রেখে ৮৯২৬ লাঠিধারী রাজ্য পুলিশ ও ১১২ ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকদের রাখা হবে। এছাড়াও থাকবে এসআই পদমর্যাদার আধিকারিকরা। সামগ্রিকভাবে প্রথম দফার নির্বাচনে রাজ্য পুলিশের মোট ১১ হাজার ৪১৫ রাজ্য পুলিশ আধিকারিক নিয়োজিত হবে।