রাজ্যের বাস সার্ভিস হলো আরো মসৃণ, হাবড়া থেকে চালু ৪টি দূরপাল্লার বাস
হাবড়া থেকে পুরুলিয়া, বিষ্ণুপুর, হলদিয়া এবং তারাপীঠ গামী বাস পরিষেবা চালু করল পশ্চিমবঙ্গের সরকারি বাস সংস্থা।
রাজ্য বাসীর জন্য নতুন সুখবর নিয়ে এলো রাজ্যের সরকারি বাস সার্ভিস সংস্থা। শনিবার থেকে রাজ্যে চারটি দূরপাল্লার রুটে পরিষেবা শুরু হয়েছে। তবে পাশাপাশি আরও একটি রুটে বাস চলাচল শুরু হয়েছে। তবে সেই রুট সরকারি নয় বেসরকারি। করোনা ভাইরাসের দুর্বিষহ সময় কাটিয়ে আমজনতা বহির্মুখী হয়েছে আবার। অনেকেই আবার এদিক-ওদিক ঘুরতে যাচ্ছেন বর্তমানে। তাই এই মুহূর্তে নিয়মিত ছাত্রদের ভরসা সরকারি বাস। দূরপাল্লার ট্রেন গুলি কে কোভিড স্পেশাল নাম দিয়ে চালানো হচ্ছে। ফলে ভাড়া এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে। তাই এই মুহূর্তে পর্যটকদের এবং নিত্যযাত্রীদের বাস ছাড়া তেমন কোন ভরসা নেই।
তাই এবারে যাত্রীদের পরিস্থিতির কথা মাথায় রেখে হাবড়া থেকে পুরুলিয়া, বিষ্ণুপুর, হলদিয়া এবং তারাপীঠ গামী বাস পরিষেবা চালু করল পশ্চিমবঙ্গের সরকারি বাস সংস্থা। এছাড়াও বুরুল এবং সাঁতরাগাছি রুটে বাস সার্ভিস শুরু হয়েছে। তবে সেটা বেসরকারি বাস। প্রতিদিন এই সমস্ত রুটে বাস চলাচল করবে। হাবড়া থেকে বিষ্ণুপুর গামী বাসটি ভোর ৪ টে ৫০ মিনিটে ছাড়তে চলেছে। তারাপীঠের বাস ছাড়বে ভোর সাড়ে চারটে নাগাদ। পুরুলিয়া এবং হলদিয়ার বাস ছাড়বে সকাল ৫ টা ২৫ এবং ৬ টা ১০ নাগাদ। এই বাসের ভাড়া একেবারে সাধ্যের মধ্যে। বিষ্ণুপুরের বাসের ভাড়া হতে চলেছে ১৪১ টাকা। তারাপীঠের বাস ভাড়া নেবে ১৯২ টাকা, পুরুলিয়ার বাস ভাড়া নেবে ২৩৪ টাকা এবং হলদিয়ার বাস ভাড়া নেবে ১২৫ টাকা।