এবারে ভোটের সবকিছু আপনাকে জানাবে এই বিশেষ অ্যাপ
আপনি যেকোনো সমস্যার ছবি তুলে এই অ্যাপে আপলোড করে দিতে পারেন
এবারে আর বাড়ি টিভি চ্যানেল না, এবারে নিজের হাতে থাকা মুঠোফোনই নির্বাচনের সমস্ত হাল হকিকত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি লক্ষ্য করতে পারবেন দক্ষিণ ২৪ পরগনার মানুষেরা। চালু হলো একটি নতুন অ্যাপ যার নাম দেওয়া হয়েছে ' নিরাপদ ' এবং এই অ্যাপ চালু করেছে এই জেলার প্রশাসন। এই অ্যাপে সমস্ত তথ্য দেবেন সেক্টর অফিসাররা। মূলত প্রশাসনিক কাজের জন্য এই অ্যাপ ব্যবহার করা হবে। এর ফলে ভোটের আগে এবং নির্বাচনের দিন সমস্ত তথ্য আপনাদের হাতের মুঠোয় থাকবে। সেক্টর অফিসাররা প্রত্যেক বিধানসভা এলাকা পর্যবেক্ষণ করছেন এবং তারাই সাধারণ মানুষের সাথে কথা বলছেন।
প্রতিটি বিধানসভায় কার কি সমস্যা হচ্ছে, কার কিসে অস্বস্তি, সব কিছু সবিস্তারে খোজ নেওয়া চলছে। এমনকি সকলকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। এই অফিসারদের ইতিমধ্যেই অনেকে তাদের অভিযোগ জানিয়েছেন। এই অফিসাররা এই সব অভিযোগ নথিবদ্ধ করছেন ওই অ্যাপে। একজন আধিকারিক বলেছেন, ভোটারের নিরাপত্তা সুরক্ষিত রাখাই তাদের কাজ। এছাড়াও জানিয়েছেন, যদি আপনাদের কোনো রকম সমস্যা হয়, তাহলে আপনারা এই অ্যাপে আপলোড করবেন। এই সেক্টর অফিসাররা এই অভিযোগের সমাধানের জন্য এই অ্যাপ তৈরি করে ফেলেছেন।