টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দেবেন অপমানিত সোনালী গুহ, ফোনে কথা মুকুল রায়ের সাথে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/03/2021   শেষ আপডেট: 06/03/2021 6:45 p.m.
সোনালী গুহ

আগামী রবিবার মোদির ব্রিগেড সমাবেশে সোনালী গুহ বিজেপিতে যোগদান করতে পারেন

নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করে দেওয়ার পর গতকাল শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনে ২৯৪ আসনে প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছিলেন। সেই তালিকায় জায়গা করে নিতে পারেনি উত্তরপাড়ার তৃণমূল নেত্রী সোনালী গুহ। দল থেকে তাকে টিকিট না দেওয়ায় তিনি গতকাল অপমানিত বোধ করেছিলেন এবং সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়েছিলেন। তবে আজ জানা যাচ্ছে যে সোনালী গুহ বিজেপিতে যোগদান করছেন। ইতিমধ্যেই মুকুল রায়ের সাথে তার কথা হয়ে গেছে। আগামী রবিবার মোদির ব্রিগেড সমাবেশে গিয়ে বিজেপিতে যোগদান করতে পারেন সোনালী গুহ।

বিজেপিতে যোগদান প্রসঙ্গে সোনালী গুহ জানিয়েছেন, "আমি প্রার্থী হওয়ার লোভে বিজেপিতে আসছি না। আমি বিজেপির প্রার্থী হতে চাই না। তবে বিজেপির হয়ে নির্বাচনী প্রচারে আমি অংশ নিতে চায়। পুরনো দলের অপমান আমি বরদাস্ত করতে পারবো না।" অন্যদিকে গতকাল টিকিট না পেয়ে তৃণমূল কংগ্রেস বিদায়ী বিধায়ক সোনালী গুহ অভিমানী সুরে বলেছিলেন, আমি ভাবতে পারিনি যে আমি টিকিট পাব না। বহু লড়াই আন্দোলনে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলাম পাশে ছিলাম। আমি শুধুমাত্র রাজনৈতিক দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি এমন নয়। আমি ওনার বাড়ির লোক ছিলাম। কিন্তু আজ আমাকে দল টিকিট দিল না। নারী দিবসের দিনে দলের থেকে যোগ্য সম্মান পেলাম! আমি দলের জন্য অনেক কিছু করেছি, আর আজকে তার এই প্রতিদান পেলাম।"