মালদায় গুলিবিদ্ধ বিজেপির মন্ডল সভাপতি, অশোকনগরে হাতাহাতি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 04/01/2021   শেষ আপডেট: 04/01/2021 9:45 a.m.
তৃণমূল-বিজেপি

শাসক-বিরোধী সংঘাত জেলায় জেলায়

বাংলার বিধানসভা নির্বাচনের আগে নিত্যদিনের শাসক-বিরোধী সংঘর্ষে উত্তাল রাজ্য-রাজনীতি। মালদহের সুবেক আলি নামে বিজেপির মন্ডল সভাপতি সামসির বৈঠক সেরে গাড়িতে করে কুমারগঞ্জে নিজের বাড়ি ফেরার পথে পুকুরিয়াতে পথ আটকায় দুষ্কৃতীরা। তারপর তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করতে থাকলে তার বাম হাতে গুলি লাগে। তড়িঘড়ি তাকে গুরুতর জখম অবস্থায় মালদা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে চিকিৎসাধীন। রাজ্যের শাসকদলের আশ্রিত গুন্ডা বলেই দুষ্কৃতীদের চিহ্নিত করেছে বিজেপি।

অন্যদিকে অশোকনগরে বিজেপির দুই বুথ সভাপতি প্রদীপ সরকার ও রমেন বিশ্বাসের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধর করে পঁচিশজনের একটি দল। দিলীপ ঘোষ ও প্রধানমন্ত্রীর কাটআউট ছিঁড়ে ফেলে তারা। গুরুতর আহত অবস্থায় ৬ জনকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপি বাংলার শাসকদলকে দায়ী করলেও তৃণমূল একে স্রেফ আদি ও নব্য বিজেপির সংঘাত বলেই দাবি করে।